সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্বাস্তু ছিল মুঘলরা। এদেশে তাঁদের প্রচুর অবদান। এমনই মন্তব্য করেছেন নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah)। তাতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়েছে তর্ক-বিতর্ক।
এক সাক্ষাৎকার দিতে গিয়ে নাসিরউদ্দিন বলেন, “মুঘলদের তথাকথিত নৃশংসতার কথা সবসময় তুলে ধরা হয়। আমরা ভুলে যাই যে এদেশে মুঘলদেরও অবদান রয়েছে। তাঁরাই এত টেকসই মনুমেন্ট তৈরি করে গিয়েছেন। নাচ, গান, চিত্রকলা, সংস্কৃতির ঐতিহ্য রেখে গিয়েছেন। মুঘলরা এ দেশকে মাতৃভূমি হিসেবে তৈরি করতে চেয়েছিলেন। আপনি চাইলে তাঁদের রিফিউজি বলতেই পারেন। “
#NaseeruddinShah Says ‘Mughals were Refugees’ !
pic.twitter.com/j2ou8TBqer— Sujan H P (@Sujan_hp) December 30, 2021
এই মন্তব্যের জেরেই সোশ্যাল মিডিয়ার একাংশের সমালোচনার পাত্র হয়েছেন বর্ষীয়ান অভিনেতা। “মুঘলরা নাসিরউদ্দিন শাহর মতো নির্বোধদেরই রেখে গিয়েছে”, এমন মন্তব্য করা হয়েছে। এ প্রসঙ্গে আবার তালিবান ও রোহিঙ্গাদের প্রসঙ্গে টেনে আনা হয়েছে। লেখা হয়েছে, “নাসিরউদ্দিন শাহর কথায় এদেশের সংগীত, সংস্কৃতির জগতে মুঘলদের দীর্ঘস্থায়ী অবদান রয়েছে। হ্যাঁ, ঠিকই! যেমন আফগানিস্তানে তালিবানদের অবদান। রোহিঙ্গাদের যে অবদান অব্যাহত। ওনার নিশ্চয়ই স্টকহোম সিনড্রোম হয়েছে। “
Mughals left their brainless kids like Naseeruddin Shah here 😶😑 ( Somebody please teach him history )
pic.twitter.com/lgqTH0QmXi— SURAJ SINGH ( SUBH ) (@surajsingh_1909) December 29, 2021
#naseeruddinshah #naseeruddinshah says #Mughals contributed to India’s culture, music,left lasting legacies.
Yeah, Right! Just like talibanis are contributing to Afghanistan. Rohingyas are contributing at present.
For sure, this man is suffering from Stockholm Syndrome. pic.twitter.com/ls27witFIp
— _N_F_ (@fing_n) December 29, 2021
উল্লেখ্য, এর আগেও নিজের একাধিক মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন নাসিরউদ্দিন শাহ। ”তালিবানের প্রত্যাবর্তনে যাঁরা উল্লসিত, তাঁদের প্রশ্ন করতে চাই আপনারা কি সেকেলে অসভ্য বর্বর সমাজের পক্ষপাতী? নাকি তাঁরা নতুন দিনের আধুনিক ইসলামকে চান?” তালিবানদের আফগানিস্তান (Afghanistan) দখলের পর এই প্রশ্ন তুলেছিলেন অভিনেতা। তার জেরেও সমালোচনার পাত্র হতে হয়েছিল তাঁকে। এবার মুঘলদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.