Advertisement
Advertisement

Breaking News

Urvashi Rautela

‘রাজি থাকলে বিয়ে করতে পারি’, নাম না করে উর্বশীকে বিয়ের প্রস্তাব নাসিম শাহর!

কয়েক মাস আগেই ভাইরাল হয়েছিল উর্বশী ও নাসিমের অন্তরঙ্গ ভিডিও।

Naseem Shah, Pakistan Pacer, Ready To Marry Urvashi Rautela| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 8, 2023 9:36 am
  • Updated:April 8, 2023 9:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদানিং অভিনেত্রী উর্বশী রাউতেলার সঙ্গে সিনেমার থেকে বেশি ক্রিকেটের যোগাযোগ। তবে ক্রিকেট বলা ভুল, বরং ক্রিকেটারদের প্রতিই এখন উর্বশীর মন মজেছে। প্রথম ঋষভ পন্থ। আর এখন তো পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহর সঙ্গে নাম জুড়েছে উর্বশীর। তবে শুধু উর্বশী নয়। নাসিমের মনেও উর্বশীর প্রতি প্রেম রয়েছে তার প্রমাণ সম্প্রতি ভাইরাল হওয়া তাঁর এক সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে আকার ইঙ্গিতে নাসিম বুঝিয়ে দিয়েছেন, পাত্রী রাজি থাকলে তাঁর বিয়ে করতেও আপত্তি নেই।

কয়েক মাস আগেই ভাইরাল হয়েছিল উর্বশী ও নাসিমের ভিডিও। তারপর থেকেই দুজনকে নিয়ে প্রেম গুঞ্জন শুরু। আর এবার তো খোলাখুলিই উর্বশীকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন নাসিম। সাংবাদিক বৈঠকে নাসিম বলেন, ”যদি আমি কোনও কথা বলি তোমরা সেটাকে ভাইরাল করবে। এটুকুই বলার যে, পাত্রী যদি তৈরি থাকে, আমি এখনই বিয়ে করতে রাজি আছি।”

Advertisement

[আরও পড়ুন: মুক্তি পেতেই ঝড় তুলল পুষ্পার সিক্যুয়েলের টিজার! ভাইরাল আল্লু অর্জুনের ‘ঐশ্বরিক’ লুকও]

একসময় উর্বশীর ভিডিও নাসিম বলেছিলেন, আমি ওনাকে ঠিক চিনি না। বন্ধুরা ভিডিও পাঠিয়েছিল। আমি আপাতত খেলায় মন দিতে চাই। তাই এসবে পড়তে চাই না। নেটিজেনরা বলছে হঠাৎ পুরনো কথা ভুলে একেবারে বিয়ের প্রস্তাব! অন্য়দিকে উর্বশী কিন্তু পুরো বিষয়টা নিয়ে একেবারেই চুপ।

[আরও পড়ুন:  খুলেছিলেন বহু প্রতারকের মুখোশ, প্রয়াত বিজ্ঞান ও যুক্তিবাদী আন্দোলনের পুরোধা প্রবীর ঘোষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement