স্টাফ রিপোর্টার: হাসপাতালে ২৪ ঘণ্টা পার! চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মেগাস্টারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বিনোদুনিয়া থেকে রাজনৈতিকমহল উদ্বিগ্ন। রাজনৈতিক মতাদর্শ, রং দূরে সরিয়ে ছুটে গিয়েছেন তৃণমূলের সক্রিয় তারকা সাংসদ-বিধায়করাও। রবিবার দিল্লি থেকে ফিরে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। জয়পুরে শুটিংয়ের ফাঁকেই ফোনে খোঁজ নিয়েছেন রুদ্রনীল ঘোষ। এবার মিঠুন চক্রবর্তীকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)।
পুরোপুরি বিপন্মুক্ত না হলেও শনিবারের তুলনায় মহাগুরুর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। পরীক্ষায় মস্তিষ্কে কোনও ক্লট পাওয়া যায়নি। তবে শরীরের ডান দিকটা দুর্বল রয়েছে। এবার মিঠুনের শারীরিক পরিস্থিতির খোঁজ নিলেন মোদি। সূত্রের খবর, একুশের ভোট ‘সেনাপতি’র দ্রুত সুস্থতা কামনা করতেই ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। সব ঠিক থাকলে, আগামীকাল অর্থাৎ সোমবারই মিঠুন হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বলে খবর।
সামনেই চব্বিশের লোকসভা ভোট। সেইসময়ে গেরুয়া শিবিরের হয়ে প্রচারের ময়দানে ফের মিঠুনকে দেখা যেতে পারে, বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ‘সোনার বাংলা’ গড়তে একুশের বিধানসভা নির্বাচনী প্রচারের ময়দানে বিজেপির বড় স্ট্র্যাটেজি ছিল মিঠুন চক্রবর্তীর মুখ। ‘মোদির সেনাপতি’ হয়ে বাংলার বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছিল মেগাস্টার অভিনেতাকে। তবে ব্রিগেডের মঞ্চ থেকে ‘জাত গোখরো’র ছোবলে বিজেপির ভোটবাক্স ভারী হয়নি ঠিকই, কিন্তু পরবর্তীতে বাংলায় বিজেপির বিভিন্ন কর্মসূচীতে দেখা গিয়েছে মিঠুনকে। আর সেই নেতা-অভিনেতাই যখন হাসপাতালের বিছানায়, তখন দিল্লি থেকে ফোন করে খোঁজ নিতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.