Advertisement
Advertisement
Narendra Modi

‘জেহ-তৈমুরের সঙ্গে দেখা হল না’, আক্ষেপ মোদির, সইফ-করিনার কাছে কোন আবদার প্রধানমন্ত্রীর?

জেহ-তৈমুরের সঙ্গে কেন দেখা করতে চান মোদি?

Narendra Modi wants to meet Saif-Kareena's sons Taimur and Jeh
Published by: Sandipta Bhanja
  • Posted:December 12, 2024 3:15 pm
  • Updated:December 12, 2024 3:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “মা আমি কি ভিআইপি?”, অবলীলাক্রমে করিনা কাপুর খানকে মাঝেমধ্যেই জিজ্ঞেস করে তৈমুর। জেহ বছর পাঁচেকের ছোট হলেও জন্মের পর থেকে সেও দাদার মতোই স্পটলাইটে। পতৌদি পরিবারের এই খুদে প্রজন্ম যে সত্যিই ‘ভিআইপি’ খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেই বুঝতে পারলেন তাদের বাবা-মা সইফ-করিনা (Saif-Kareena)।

মঙ্গলবারই গোটা কাপুর ‘খান-দান’ দিল্লিতে পাড়ি দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করার জন্য। করিশ্মা-করিনা, রণবীর কাপুরের পাশাপাশি পরিবারের পুত্রবধূ আলিয়া ভাট এবং জামাই সইফ আলি খানও উপস্থিত ছিলেন সেই সাক্ষাৎ পর্বে। সেখানেই আলাপচারিতায় জেহ-তৈমুরের (Taimur, Jeh) খোঁজ নেন মোদি। শুধু কি তাই? একটুকরো কাগজে হিন্দিতে নিজের নাম সই করে দেন তিনি। স্বয়ং নরেন্দ্র মোদির তরফে ছেলেদের জন্য অটোগ্রাফ পেয়ে তো আহ্লাদে আটখানা বেবো। তবে দুই খুদে ‘পতৌদি সুপারস্টারের’ সঙ্গে দেখা না হওয়ার আক্ষেপ রয়ে গেল প্রধানমন্ত্রীর মনে। সদ্য কাপুর পরিবারের সঙ্গে মোদির কথোপকথনের ভিডিও প্রকাশ করা হয়েছে নরেন্দ্র মোদীর অফিসের তরফে। সেখানেই মোদির সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা ভাগ করে নিলেন সকলে। সইফকে বলতে শোনা গেল, “আপনিই প্রথম প্রধানমন্ত্রী যাঁর সঙ্গে আমি দেখা করার সুযোগ পেলাম। চোখে চোখ রেখে ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে দু বার দেখা করলাম। দারুণ ইতিবাচক মানুষ এবং কঠোর পরিশ্রমী আপনি। আপনার কাজের জন্য শুভেচ্ছা রইল।”

Advertisement
Kareena Kapoor-Saif Ali Khan’s sons Taimur and Jeh get special gift from PM Modi
ছবি- ইনস্টাগ্রাম

সইফ আলি খানের মুখে নিজের অতিথি আপ্যায়ণের প্রশংসা শুনে পালটা রসিকতা করে প্রধানমন্ত্রীর মন্তব্য, “আপনার বাবার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি ভেবেছিলাম, তৃতীয় প্রজন্মের সঙ্গেও আমার দেখা হবে। কিন্তু আপনি তো তৃতীয় প্রজন্মকে নিয়ে এলেন না।” তৎক্ষণাৎ করিনার সংযোজন, “আমি কিন্তু ওদের নিয়ে আসতে চেয়েছিলাম।” সিনেমা, সংসার, নবাব পরিবার। দুই সন্তানকে নিয়ে সুখের ঘরকন্না সইফ-করিনার। জেহ আর তৈমুর তাঁদের নয়নমণি। বড়দাদা তৈমুর সম্প্রতি সাত বছরে পা দিয়েছে। নবাবপুত্তুর তৈমুর জন্মেই সেলেব তালিকায় নাম লিখিয়ে ফেলেছে। বয়স মাত্র আট। আর তাতেই এই পুঁচকের ভক্ত-সংখ্যা অনায়াসে টেক্কা দেবে বলিপাড়ার যে কোনও হেভিওয়েট স্টারকে। লক্ষ টাকার ওই হাসি এবং দুষ্টু-মিষ্টি কাণ্ড-কারখানাতে বাজিমাত করেছে আদরের ‘টিম’। থুড়ি তৈমুর। জেহও কম নয়! দুই ভাইয়ের সঙ্গে দেখা না করতে পেরে এবার আক্ষেপ খোদ মোদির।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement