সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসারের সঙ্গে প্রবল লড়াই। দিল্লি এইমসে চলছিল চিকিৎসা। চিকিৎসায় সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু লড়াই থেমে গেল। প্রয়াত লোকসঙ্গীত শিল্পী সারদা সিনহা। বহুদিন ধরেই এক ধরনের ব্লাড ক্যানসারে ভুগছিলেন তিনি। জানা গিয়েছে, ছট পূজার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২০১৮ সাল থেকে মাল্টিপল মায়লোমায় আক্রান্ত ছিলেন ৭২ বছরের শিল্পী। সঙ্গীতশিল্পী হিসেবে কেরিয়ারের শুরু থেকেই সারদা লোকসঙ্গীতকেই বেছে নেন। ভোজপুরি, মৈথিলি এবং হিন্দি লোকসঙ্গীতের প্রসারের জন্য জাতীয় স্বীকৃতি অর্জন করেছেন । এমনকী, বলিউড ছবিতেও গান গেয়েছেন সারদা। সলমন খান ও মাধুরী দীক্ষিতের ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে ‘বাবুল’ গানটি গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন সারদা। ২০১৮ সালে সঙ্গীত মহলে তাঁর অবদানের জন্য সারদা সিনহাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়।
শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, ‘বিহার কোকিলা হিসেবে খ্যাত প্রখ্যাত সঙ্গীতশিল্পী ডা. সারদা সিনহার মৃত্যুসংবাদ অত্যন্ত দুঃখজনক। সারদা সিনহা বিহারি লোকগানের মৈথিলি, ভোজপুরি ভাষায় নিজের সুমধুর কণ্ঠের সৌজন্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। আজ ছট পূজার দিনেও তাঁর সুরেলা গানে দেশ-বিদেশে এক অলৌকিক ভক্তির আবহ তৈরি হবে। তিনি ২০১৮ সালে শিল্পকলার ক্ষেত্রে পদ্মভূষণেও ভূষিত হন। তাঁর সুরেলা গান অমর হয়ে থাকবে। আমি তার পরিবার ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
बिहार कोकिला के रूप में प्रसिद्ध गायिका डॉक्टर शारदा सिन्हा जी के निधन का समाचार अत्यंत दुखद है। बिहारी लोक गीतों को मैथिली और भोजपुरी में अपनी मधुर आवाज़ देकर शारदा सिन्हा जी ने संगीत जगत में अपार लोकप्रियता पायी। आज छठ पूजा के दिन उनके मधुर गीत देश-विदेश में भक्ति का अलौकिक…
— President of India (@rashtrapatibhvn) November 5, 2024
শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘প্রখ্যাত লোকশিল্পী সারদা সিনহার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর গাওয়া মৈথিলি এবং ভোজপুরি লোকগান গত কয়েক দশক ধরে অত্যন্ত জনপ্রিয়। ছটপুজোর বিশ্বাস সংক্রান্ত সুমধুর গানগুলো চিরকাল প্রতিধ্বনিত হবে। ওঁর চলে যাওয়া সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি। শোকের এই মুহূর্তে শিল্পীর পরিবার ও অনুরাগীদের পাশে রয়েছি। ওঁ শান্তি!’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।
सुप्रसिद्ध लोक गायिका शारदा सिन्हा जी के निधन से अत्यंत दुख हुआ है। उनके गाए मैथिली और भोजपुरी के लोकगीत पिछले कई दशकों से बेहद लोकप्रिय रहे हैं। आस्था के महापर्व छठ से जुड़े उनके सुमधुर गीतों की गूंज भी सदैव बनी रहेगी। उनका जाना संगीत जगत के लिए एक अपूरणीय क्षति है। शोक की इस… pic.twitter.com/sOaLvUOnrW
— Narendra Modi (@narendramodi) November 5, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.