সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন নিজেদের গানে সোশ্যাল মিডিয়া মাতিয়েছেন। এবার বাংলা সিনেমায় গান গাইলেন অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘উইন্ডোজ প্রোডাকশন হাউসে’র নতুন ছবি ‘রক্তবীজ’-এ শোনা যাবে ‘নন্দী সিস্টার্স’-এর এই নতুন গান।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবিতে মিমি এবং আবির যে জুটি বাঁধতে চলেছেন তা জানা গিয়েছিল আগেই। পরে ছবির নাম ঘোষণা করা হয়। ‘রক্তবীজ’-এ মিমি-আবির ছাড়াও এ ছবির অন্যতম আকর্ষণ ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অনসূয়া মজুমদার। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য এবং দেবাশিস মণ্ডলকে।
‘বেলাশুরু’র পর আবারও উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করছেন সংগীত পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। তাঁর সুরেই গান গাইবেন অন্তরা ও অঙ্কিতা। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ‘ব্যালকনি কনসার্ট’-এর দুই গায়িকা।
সোশ্যাল মিডিয়ায় অন্তরা লেখেন, “বিশ্বাসই হচ্ছে না অঙ্কিতা আর আমি একসঙ্গে বাংলা সিনেমার জগতে ডেবিউ করছি শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্যারের সিনেমা ‘রক্তবীজ’-এ আর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সুরে। এর থেকে বেশি আনন্দের আর কিছুই হতে পারে না! এই বিশাল সুযোগের জন্য আমরা দু’জনেই কৃতজ্ঞ। প্রচুর ভালবাসা দেবেন গানটাকে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.