Advertisement
Advertisement

Breaking News

Nandy Sisters in Raktabeej

‘রক্তবীজ’-এর গানের রেকর্ডিংয়ে ‘নন্দী সিস্টার্স’, অনিন্দ্যর সুরে গাইলেন প্রথম বাংলা ছবির গান

বাংলা সিনেমায় গান গেয়ে উচ্ছ্বসিত দুই গায়িকা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি।

Nandy Sisters to sing for Nandita Roy and Shiboprosad Mukherjee's Raktabeej | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 4, 2023 4:54 pm
  • Updated:April 4, 2023 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন নিজেদের গানে সোশ্যাল মিডিয়া মাতিয়েছেন। এবার বাংলা সিনেমায় গান গাইলেন অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘উইন্ডোজ প্রোডাকশন হাউসে’র নতুন ছবি ‘রক্তবীজ’-এ শোনা যাবে ‘নন্দী সিস্টার্স’-এর এই নতুন গান।

Anindya-Nandi-Sisters

Advertisement

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবিতে মিমি এবং আবির যে জুটি বাঁধতে চলেছেন তা জানা গিয়েছিল আগেই। পরে ছবির নাম ঘোষণা করা হয়। ‘রক্তবীজ’-এ মিমি-আবির ছাড়াও এ ছবির অন্যতম আকর্ষণ ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও অনসূয়া মজুমদার। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য এবং দেবাশিস মণ্ডলকে।

[আরও পড়ুন: আচমকা গায়েব YouTube চ্যানেল, চূড়ান্ত হতাশ ইমন, ফেসবুকে জানালেন তীব্র প্রতিবাদ]

‘বেলাশুরু’র পর আবারও উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করছেন সংগীত পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। তাঁর সুরেই গান গাইবেন অন্তরা ও অঙ্কিতা। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ‘ব্যালকনি কনসার্ট’-এর দুই গায়িকা।

Anindya-Nandi-Sisters-1

সোশ্যাল মিডিয়ায় অন্তরা লেখেন, “বিশ্বাসই হচ্ছে না অঙ্কিতা আর আমি একসঙ্গে বাংলা সিনেমার জগতে ডেবিউ করছি শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্যারের সিনেমা ‘রক্তবীজ’-এ আর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সুরে। এর থেকে বেশি আনন্দের আর কিছুই হতে পারে না! এই বিশাল সুযোগের জন্য আমরা দু’জনেই কৃতজ্ঞ। প্রচুর ভালবাসা দেবেন গানটাকে।”

[আরও পড়ুন: ট্রেনে চড়েই শিলিগুড়িতে অরিজিৎ, মাঝরাতে স্টেশনে ঘিরে ধরলেন ভক্তরা, ভিডিও ভাইরাল ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement