Advertisement
Advertisement
Raktabeej Trailer

এবার পুজোর গেম চেঞ্জার! দুরন্ত অ্যাকশন, সাসপেন্সে মোড়া ‘রক্তবীজ’ ট্রেলার, ঝলকেই বাজিমাত

ফের সুপারহিট ছবি দিতে তৈরি পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

Nandita Roy Shiboprosad Mukherjee's New Movie Raktabeej trailer out| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 30, 2023 10:46 am
  • Updated:September 30, 2023 10:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিজার দেখেই কৌতুহল ছিল তুঙ্গে। প্রতিবারের মতো এবারও যে টলিউডের সুপারহিট জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ আবার একটা হিট দিতে তৈরি, তা বোঝা গিয়েছিল ‘রক্তবীজ’ (Raktabeej Trailer) ছবির টিজারেই। আর এবার ট্রেলার মুক্তি পেতেই সেই উত্তেজনাতেই পড়ল বারুদ। মুক্তি পেল ‘রক্তবীজ’-এর অ্যাকশন প্যাকড ট্রেলার। এই ছবি যে অন্য়ান্য বাংলা ছবি থেকে আলাদা হতে চলেছে তা ঝলকেই প্রমাণ।

খাগড়াগড় বিস্ফোরণের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘রক্তবীজ’। ২০১৪ সালে দিল্লির মসনদে যখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সেই পাঁচ বছরের সময়কালে বাঙালি রাষ্ট্রপতির কলম দেশের একাধিক বড় ঘটনার সাক্ষী থেকেছে। তার মধ্যে অন্যতম দুর্গাষ্টমীর দিন বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ। যে ঘটনার কথা ভাবলে আজও বঙ্গবাসীর বুক কেঁপে ওঠে! অতীতের সেই স্মৃতি উসকে দিয়েই দিন তিনেক আগে প্রকাশ্যে এসেছে ‘রক্তবীজ’-এর ট্রেলার। যেখানে বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ধরা দিয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: ভারতের বিজ্ঞানীদের জয়গাথা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’, কেমন অভিনয় করলেন নানা পাটেকর?]

নন্দিতা রায় ও শিবপ্রসাদের এই ছবি যে একেবারেই চমকে ভর্তি। তার প্রমাণ ট্রেলারেই। প্রথম চমক আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী দুঁদে অফিসার। একেবারেই অ্যাকশন অবতারে। অন্যদিকে দেবাশিস মণ্ডল, সত্যম ভট্টাচার্যের মতো অভিনেতারা ধরা দেবের নতুন অবতারে। শুধু তাই নয়, এই প্রথম কোনও বাংলা ছবি যার শুটিং হয়েছে ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবনে। সত্যি ঘটনা অবলম্বনে এই ছবি যে পুজোর গেম চেঞ্জার হবে তা হলফ করে বলা যায়।

[আরও পড়ুন: হইচইয়ে আসছে একগুচ্ছ নতুন গল্প, কেমন হবে দেবশ্রী-চিরঞ্জিৎ-মিমির ওয়েব ডেবিউ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement