Advertisement
Advertisement
Shastry Virudh Shastri

রাজ্যসভায় নন্দিতা ও শিবপ্রসাদের ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র স্পেশাল স্ত্রিনিং, আপ্লুত সুপারহিট পরিচালক জুটি

নন্দিতা ও শিবপ্রসাদের 'পোস্ত' ছবির হিন্দি রিমেক 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী'।

Nandita Roy and Shiboprosad Mukherjee's Shastry Virudh Shastri to be Screend at Rajya Sabha
Published by: Akash Misra
  • Posted:March 16, 2024 10:22 am
  • Updated:March 16, 2024 10:38 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা টলিউডের সুপারহিট পরিচালক জুটি। বক্স অফিসে তাঁদের ছবি মুক্তি পেলেই লক্ষ্মীর ঝাঁপি টইটুম্বুর। সমালোচক থেকে দর্শক তাঁদের ছবিকে সব সময়ই পছন্দের তালিকায় শীর্ষে রেখেছেন। তাঁরা টলিপাড়ার গেম চেঞ্জার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবার সেই জুটির তৈরি ছবিই পৌঁছে যাচ্ছে রাজ্যসভার অন্দরে। ভাবছেন ব্যাপারটা কী? খোলসা করা যাক।

নন্দিতা রায় ও শিবপ্রসাদের তৈরি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ এবার দেখানো হবে রাজ্যসভায়। এই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল ও বলিউডের জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন সাংসদ পরেশ রাওয়াল। চলতি মাসের ২৩ তারিখ, জিএমসি বালাযোগী অডিটোরিয়াম, সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে সকাল সাড়ে ১১টায় দেখানো হবে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। ছবিটি তৈরি হয়েছে নন্দিতা ও শিবপ্রসাদের উইন্ডোজ প্রযোজনা সংস্থার ব্য়ানারে। সহ-প্রযোজনায় ভায়াকম১৮। 

Advertisement

২০১৭ সালের ১২ মে মুক্তি পায় নন্দিতা ও শিবপ্রসাদের ‘পোস্ত’। ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্তর মতো অভিনেতারা। বক্স অফিসে ঝড় তুলেছিল নন্দিতা ও শিবপ্রসাদের ‘পোস্ত’। ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’, এই ছবিরই হিন্দি রিমেক। যেখানে সৌমিত্র চট্টেপাধ্যায়ের জায়গায় দেখা গিয়েছে পরেশ রাওয়ালকে। এই সিনেমার সুবাদেই বলিউডে পা রেখেছেন মিমি চক্রবর্তী।

রাজ্যসভায় স্পেশাল স্ক্রিনিং নিয়ে পরিচালক শিবপ্রসাদ জানান, ”আমার বন্ধু দেবাশিস সাহা। যিনি দিল্লিতে থাকেন। তাঁর একটা স্বপ্ন ছিল, শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী ছবি রাজ্যসভায় দেখানোর। সেই স্বপ্নপূরণ হল অবশেষে। এটা সত্যিই আমার কাছে খুব বড় ব্যাপার।”

[আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ, কেন বিগ বি-র অসুস্থতার খবর চেপে রাখতে চেয়েছিল পরিবার?]

শিবপ্রসাদ আরও বলেন, ”শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী আমাদের প্রথম হিন্দি ছবি। সারা দেশেই এই ছবি দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল। আমার মনে আছে, মুম্বইয়ে ইরানের জনপ্রিয় পরিচালক মাজিদ মাজিদির সঙ্গে দেখা হয়েছিল আমার। তিনি বলেছিলেন, ছবিটা একটা নদীর মতো। নিশ্চিন্তে বয়ে চলছে। আমি সত্যিই খুবই আপ্লুত যে শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী ২০ দিন ধরে নেটফ্লিক্সের সেরা ১০-এ ছিল। আর এবার রাজ্যসভায় দেখানো হবে। সত্যিই স্বপ্নপূরণ।”

রাজ্যসভায় স্পেশাল স্ক্রিনিংয়ের খবর পেয়ে অভিনেতা পরেশ রাওয়াল শিবপ্রসাদকে বার বার ধন্যবাদ জানিয়েছেন। পরেশের কথায়, ”আমি খুবই খুশি। খুবই আনন্দিত। ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র মতো ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত। এই ছবি মন ছুঁয়ে যায়। আমি শুধু এটাই বলতে পারি, অভিনেতা হিসেবে অসম্পূর্ণ থাকতাম, যদি এরকম একটা ছবিতে অভিনয় না করতাম। শিবপ্রসাদকে ধন্যবাদ এমন একটা ছবিতে সুযোগ দেওয়ার জন্য।” শিবপ্রসাদ জানিয়েছেন, ব্যক্তিগত মেসেজে তাঁর প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছেন পরেশ রাওয়াল।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘পোস্ত’। ছবির চিত্রনাট্য নন্দিতা রায়ের। শিবপ্রসাদের সঙ্গে যৌথভাবে তিনি পরিচালনাও করেন। ছবিতে দীনেন লাহিড়ীর ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। তাঁর ছেলে অর্ণবের চরিত্রে দেখা যায় যিশু সেনগুপ্তকে (Jisshu Sengupta)। যিশুর স্ত্রীয়ের চরিত্রে ছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ছবিতে নাতি পোস্তর (অর্ঘ্য বসু রায়) অভিভাবকত্ব পেতে চান দীনেনবাবু। সাত বছরের শিশুর উপর অধিকার নিয়ে একই পরিবারের দুই প্রজন্মের বিরোধের গল্প। জন্মের পর থেকে মানুষ করা প্রাণাধিক প্রিয় নাতিকে নিজের কাছে আঁকড়ে ধরে রাখতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দাদু। এ নিয়ে ছেলের সঙ্গে মতপার্থক্য হয়। ঠাকুরদা ও বাবার লড়াই পৌঁছয় আদালতে। ক্লাইম্যাক্সে রয়েছে অসাধরণ এক টুইস্ট। ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ ছবিতে সেই কাহিনিকেই বলিউডের ধাঁচে দেখিয়েছেন নন্দিতা-শিবপ্রসাদ।

[আরও পড়ুন: রোজা রেখে অসুস্থ হিনা খান, শারীরিক সমস্যায় জেরবার অভিনেত্রী!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement