Advertisement
Advertisement

Breaking News

Nana Patekar

লোকসভা নির্বাচনে কত আসন পাবে বিজেপি? ভবিষ্যদ্বাণী নানা পাটেকরের

কী বললেন অভিনেতা?

Nana Patekar Predicts BJP Will Win Close To 400 Seats In 2024 Lok Sabha Elections| Sangbad Pratidin

নানা পাটেকর। ছবি- ফাইল চিত্র

Published by: Akash Misra
  • Posted:December 28, 2023 4:10 pm
  • Updated:December 28, 2023 4:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুযোগ পেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন বলিউড অভিনেতা নানা পাটেকর। সরাসরি রাজনীতির সঙ্গে নানার যোগ না থাকলেও, বরাবরই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন অভিনেতা। তবে এবার শুধু মুখই খুললেন না, বরং ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফেললেন।

কী বললেন নানা?

Advertisement

সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নানা পাটেকর বলেছেন, ”২০২৪ টায় বিজেপি চমক দেবে। শুধু অপেক্ষা করুন। দেখবেন বিজেপি খুব বড় ব্যবধানে ক্ষমতায় ফিরবে। গোটা দেশ জুড়ে বিজেপি দারুণ কাজ করছে। বিজেপি ছাড়া আর কোনও বিকল্প নেই। দেখে নেবেন আসন্ন লোকসভা নির্বাচনে ৪০০ আসন পাবেই বিজেপি। ”

[আরও পড়ুন: নিঃশব্দেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ! প্রথমবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শর্মিলা ঠাকুর]

এই সাক্ষাৎকারে মোদির সঙ্গে এক ব্যক্তিগত সাক্ষাতের কথাও বলেছেন নানা পাটেকর। সেই সাক্ষাতে নোটবন্দি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নানা আলোচনায় মেতেছিলেন অভিনেতা। স্পষ্ট তিনি জানিয়ে ছিলেন নোটবন্দি সন্ত্রাসবাদকে খতম করবে! বিজেপি সরকারই যে দেশের উন্নতির কথা ভাবে, সেটাও মোদিকে স্পষ্ট জানিয়ে ছিলেন নানা। এই সাক্ষাৎকারে তাঁর অনুরাগীদের অনুরোধ করেন, বিজেপিকেই সমর্থন করার জন্য।

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র আয়ে ভাটা! তবুও তেইশের সিনেবাজারে ২৫০০ কোটির ব্যবসা শাহরুখের, কীভাবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement