Advertisement
Advertisement

Breaking News

Naga Chaitanya's Wedding

নতুন বন্ধনে নাগা-শোভিতা, ছেলের বিয়ের পরই বউমাকে বিশেষ বার্তা শ্বশুর নাগার্জুনের

তেলুগু রীতিনীতি মেনেই প্রায় আট ঘণ্টার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন নাগা ও শোভিতা।

Nagarjuna Shares First Pics From Son Naga Chaitanya's Wedding
Published by: Akash Misra
  • Posted:December 5, 2024 9:28 am
  • Updated:December 5, 2024 9:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার রাতে অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। যে বিয়ের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। অবশেষে সেই বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন নাগা চৈতন্যর বাবা দক্ষিণী তারকা নাগার্জুন। সোশাল মিডিয়া ছেলে ও বউমার ছবি পোস্ট করে দিলেন বিশেষ বার্তাও।

তেলুগু রীতিনীতি মেনেই প্রায় আট ঘণ্টার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন নাগা ও শোভিতা। দুজনের পোশাকেও ছিল দক্ষিণী ঐতিহ্যের ছোঁয়াও। ঠিক যেমনটি চেয়েছিলেন দুজনে।

Advertisement

বুধবার বিয়ের পোশাক হিসেবে নাগা বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং লাল পাড়ের সাদা ওড়না। অন্য দিকে, শোভিতা পরেছিলেন সোনালি রঙের কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে সোনার চুড়ি, বালা এবং গলায় ভারী সোনার গয়না। জনপ্রিয় অন্নপূর্ণা স্টুডিওতেই বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের রাতেই ছেলে ও বউমার বিয়ের ছবি পোস্ট করেছেন দক্ষিণী তারকা নাগার্জুন। সেই ছবি পোস্ট করে, শোভিতার উদ্দেশে তিনি লিখলেন,  ”তোমার বিয়ে দেখতে দেখতে এটাই মনে হচ্ছিল, যে শোভিতা তোমার হাত ধরে আনন্দ এসেছে আমাদের জীবনে। এই আনন্দ যেন অটুট থাকে এটাই প্রার্থনা করি।” 

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়েই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা। ২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেইসময়ে হায়দরাবাদে মাঙ্কিম্যান সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদযাপন করতেও দেখা যায় তাঁকে। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement