Advertisement
Advertisement

Breaking News

Nachiketa Chakraborty song

পুজোর আগে চমক নচিকেতার, প্রথমবার রেকর্ড করলেন শ্যামা সংগীত

লেকটাউনের স্টুডিওয় সারলেন রেকর্ডিং।

Nachiketa Chakraborty recorded Shyama Sangeet | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 27, 2021 8:30 pm
  • Updated:September 27, 2021 8:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে শ্যামা সংগীত রেকর্ড করলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। এই প্রথমবার শ্যামা সংগীত গাইলেন শিল্পী। ‘তোকে শ্যামা’ নামের গানটি লিখেছেন গোবিন্দ প্রামাণিক। সুর সাজিয়েছেন রাজকুমার রায়।

পুজো আসলেই নানা অ্যালবাম ও মিউজিক ভিডিওর কথা শোনা যায়।  এক সময় পুজোর গানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। মুম্বই থেকে সংগীত শিল্পীরা এসে রেকর্ড করতেন অ্যালবাম ও মিউজিক ভিডিওর গান। এখন ততটা না হলেও পুজোর আগে গান রেকর্ড করার চল রয়েছে।  লেকটাউনের একটি স্টুডিওতে হয় গানের রেকর্ডিং। এই প্রথমবার শ্যামা সংগীত গেয়ে খুশি নচিকেতা।  তবে গানটি তাঁর কাছে বড় চ্যালেঞ্জ ছিল বলেও জানান শিল্পী। 

Advertisement

[আরও পড়ুন: পুজোয় শীর্ষেন্দুর ‘বনি’ আসছে বড়পর্দায়, কল্পবিজ্ঞানের গল্পে জুটি বাঁধলেন কোয়েল-পরমব্রত

‘জীবনমুখী’ গানের সূত্র ধরেই তুমুল জনপ্রিয়তা নচিকেতার। শিল্পীর ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’-এর মতো গানগুলি এখনও সবার মুখে মুখে। দু’টি চায়ের স্টল রয়েছে শিল্পীর নামে। ‘চা ও নচিকেতা’ এখন পাটুলির অন্যতম ল্যান্ডমার্ক। নচিকেতার নামে ২০১৯ সালে সাতদিনব্যাপী মেলাও হয়েছে হাওড়ায়।  হাওড়ার আমতায় ৮০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম তৈরি হয়েছে শিল্পীর নামে। এমন একজন শিল্পীর সঙ্গে কাজ করে খুশি রাজকুমার রায়। 

নচিকেতার মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তীর (Dhansiri Chakraborty) প্রথম সিঙ্গলও এই পুজোয় প্রকাশ্যে আসবে। গত শনিবার ‘ডিজিটাল দুনিয়ার’ রেকর্ডিং সেরেছেন ধানসিঁড়ি। ব়্যাপের ছন্দে গানটি তৈরি করা হয়েছে।  গানটি কম্পোজ করেছেন ইন্দ্রজিৎ দে। লিখেছেন পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়। তাঁর গাওয়া গানের সঙ্গে বাবার গাওয়া গানের তুলনা হবে। তা ভালভাবেই জানেন ধানসিঁড়ি। সেবিষয় নিয়ে এখনই ভাবতে রাজি নন নচিকেতাকন্যা। ভালবেসেই গানটি গেয়েছেন ধানসিঁড়ি।  এ ব্যাপারে মেয়েকে কোনও টিপস দেননি নচিকেতা।  শুধু বলেছেন, ‘তোর গান, কীভাবে গাইবি, তুই ঠিক করবি’।  

[আরও পড়ুন: পরীমণিকে জেলমুক্ত করে কাজে ফিরলেন বাংলাদেশি নায়ক, কলকাতায় শুটিং সারলেন আমান রেজা!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement