Advertisement
Advertisement

Breaking News

jeetu nabanita

‘ইয়ে লাল ইশক…’, হাতে পলা-আয়স্ত! নতুন শুরুর ইঙ্গিত দিলেন নবনীতা?

ইঙ্গিতপূর্ণ পোস্ট নায়িকার। শুরু কানাঘুষো!

Nabanita Das's new post garners social attraction | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 2, 2023 4:40 pm
  • Updated:August 2, 2023 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করে তোলপাড় ফেলে দিয়েছিলেন। তবে সংসারে ভাঙন ধরলেও হিন্দুমতে এঁয়ো স্ত্রী হিসেবে পলা কিংবা আয়স্ত (লোহা বাঁধানো) পরা ছাড়েননি। দিন কয়েক আগেই কটাক্ষের শিকার হয়েছিলেন শাঁখা-পলা পরা নিয়ে। তবে নিন্দুকদের কথায় কান না দিয়ে নিজের মতো করেই ইঙ্গিতপূর্ণ পোস্ট বহাল রেখেছেন নবনীতা দাস।

সম্পর্ক ভাঙা-গড়া জীবনের একেকটা পর্যায়ে আসতেই থাকে। কিন্তু মাঝপথে যদি থেমে যায় সেই সম্পর্কের গতি? তা যে কোনও ব্যক্তির জন্যই সুখকর নয়। জীবনের ঠিক এমনই একটি বাঁকে এসে পৌঁছেছেন টলিউডের জনপ্রিয় জুটি জিতু-নবনীতা। একছাদের তলায় তাঁরা থাকছেন না। ডিভোর্সের জল্পনা তুঙ্গে উঠতেই নবনীতা সাফ জানিয়ে দিয়েছিলেন এই সম্পর্ক তিনি বহন করতে চান না, সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। এদিকে স্ত্রীর মুখে বিচ্ছেদের কথা এলেও জিতু প্রকাশ্যে এখনও কিছুই বলেননি। তবে স্ত্রী নবনীতার নিন্দা তিনি শুনতে নারাজ। এমনকী তাঁকে নিয়ে কোনওরকম নিন্দা, সমালোচনা করতেও চান না অভিনেতা।

Advertisement

[আরও পড়ুন: AI কীর্তিতে গোলাপি পোশাকে মমতা! ছবি পোস্ট করে শ্রীলেখার প্রশ্ন, ‘ম্যাটেলস-এর নতুন বার্বি?’]

জিতু সাফ জানিয়ে দিয়েছেন যে, আইনি বিচ্ছেদ হয়নি তাঁদের। এরমাঝেই কখনও নবনীতার হাতে শাঁখা-পলা আবার কখনও বা ইতিবাচক পোস্ট দেখা যাচ্ছে। এবার লাল আনারকলি সালোয়ারে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল তাঁর দু’হাতে জ্বলজ্বল করছে সোনার পলা-বাঁধানো এবং আয়স্ত। নবনীতার এমন ছবিতে আবারও কটাক্ষ উড়ে এল! তবে নির্বিকার নবনীতা দাস। এঁয়ো স্ত্রীর মতোই বিয়ের চিহ্ন বয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। তাহলে কি সম্পর্কের বরফ গেল আবারও জিতু কামালের নতুন শুরুর কথা ভাবছেন নবনীতা দাস?

[আরও পড়ুন: ২৫২ কোটির ঋণ! গলা অবধি দেনায় ডুবেই আত্মহত্যা? নীতিনের মৃত্যুতে ‘বিস্ফোরক’ BJP নেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement