Advertisement
Advertisement

Breaking News

Jeetu Kamal

‘রোজ আমরা ঝগড়া করতাম!’ জিতু কমলের ‘সত্যজিৎ রায়’ হয়ে ওঠার নেপথ্যের গল্প ফাঁস করলেন স্ত্রী নবনীতা

এই ছবিতে স্ত্রী বিজয়া রায়ের ছায়ায় তৈরি চরিত্রে দেখা যাবে সায়নী ঘোষকে।

Actress Nabanita Das shares a special message for actor husband Jeetu Kamal | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 12, 2021 5:03 pm
  • Updated:November 12, 2021 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে. সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটা যে কতটা খাঁটি তা হয়তো ভালই বুঝতে পারছেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। যখন গোটা দুনিয়া অনীক দত্তর (Anik Dutta) নতুন সিনেমায় জিতুর সত্যজিৎ রায়ের লুক নিয়ে আলোচনায় ব্যস্ত, প্রশংসায় পঞ্চমুখ, ঠিক এই লুকের নেপথ্যের এক গল্প সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন জিতুর স্ত্রী অভিনেত্রী নবনীতা দাশ (Nabanita Das)। ফেসবুকের এক পোস্টে নবনীতা ফাঁস করেন, জিতুর ‘সত্যজিৎ রায়’ হয়ে ওঠার সফরের  সঙ্গী তিনিও। কীভাবে চোখের সামনে পালটে যেতে দেখেছেন জিতুকে তাই যেন তুলে ধরলেন নবনীতা। অভিনেত্রীর এই পোস্টে মিশে গেল কিছু আবেগ, অনুরাগ ও  ক্ষোভ। তবে শেষমেশ কিন্তু জিতুকে এভাবে দেখে আপ্লুত নবনীতা।

Jeetu Kamal

Advertisement

নবনীতা এই পোস্টে জিতুর প্রতিদিনের সময়কে ধরে রাখলেন। তিনি লিখলেন,

‘সকাল ৫ টা – অ্য়ালার্ম এর আগে উঠে বসে থাকা
সকাল ৬ টা – আমার ফুলহাতা জামা গুলো কোথায়?? অভিনয়ের আগে চরিত্রকে নিজের মধ্যে বহন করতে হয়, তার জন্য পরিচ্ছদ খুব দরকারি!!
সকাল ৭ টা – মেকআপ টা করে দাও তাড়াতাড়ি, ওয়ার্কশপ শুরু করবো তো!!!!
সকাল ১০  টা – (2 কাপ চা এর পরে ও )আরে কতক্ষন লাগে চা দিতে…
বেলা ১২ টা – শব্দ না করে রান্না করাতে পারলে করো নয়তো রান্না বন্ধ করে দাও এই বাড়িতে
পড়াশোনা করার কোনো পরিবেশ ই নেই….
দুপুর ২ তো – কিগো না খেয়েই বেরোচ্ছ??
আঃ চেঁচিও না, দিয়ে দাও গাড়ি তে খেয়ে নেবো, এতো কথা বলোনা…

এই রকম বহু তর্ক, বহু রাত জাগা, ওয়ার্কশপ এইসবের মধ্যে দিয়েই হয়তো চরিত্র গড়ে ওঠে.. চলো, আছি আরও রাত জাগার জন্য..’

Jeetu Kamal
স্ত্রী অভিনেত্রী নবনীতার সঙ্গে জিতু কমল।

নবনীতা এই পোস্টের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন, একজন অভিনেতাই আরেক অভিনেতার লড়াইটা বুঝতে পারেন। একজন অভিনেতাই, আরেক অভিনেতার পাশে দাঁড়িয়ে লড়তে পারেন। সেটাই অনবরত করে গিয়েছেন নবনীতা। আর এখন সেই লড়াইয়ের ফলাফল দেখেও আপ্লুত তিনি।

Jeetu Kamal

[আরও পড়ুন: ‘আমি সন্তানের মা হতে চাই!’ পছন্দের পুরুষ সম্পর্কে মুখ খুললেন কঙ্গনা]

সত্যজিৎ রায়ের লুকে জিতুকে নিয়ে যখন চারিদিকে প্রশংসার ঝড়। সবাই জিতুকে এরূপে দেখে মুগ্ধ। পাশাপাশি স্ত্রী হিসেবে অভিনেত্রী নবনীতার এই পাশে থাকাকেও কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

Jeetu Kamal

চলচ্চিত্র পরিচালক অনীক দত্তের পরবর্তী ছবি ‘অপরাজিত’ । এই ছবিতে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনিই তুলে ধরবেন পরিচালক অনীক। এই ছবিতেই সত্যজিতের চরিত্রে রয়েছেন জিতু কমল। সঙ্গে সত্যজিত রায়ের  স্ত্রী বিজয়া রায়ের ছায়ায় তৈরি চরিত্রে দেখা যাবে যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষকে।

 

[আরও পড়ুন: ‘আমার বিয়ের খরচ কি আপনারা বহন করেছেন?’ নিন্দুকদের একহাত নিলেন নুসরত জাহান]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement