Advertisement
Advertisement
Nabanita Das

ভালবাসার মরশুম! পাহাড় থেকে ছবি পোস্ট করে ‘প্রেমে’র খবর দিলেন নবনীতা!

সম্প্রতি জিতু কমলের সঙ্গে ডিভোর্স ঘোষণা করেছেন নবনীতা।

Nabanita Das share photo from hills goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 12, 2023 2:11 pm
  • Updated:July 12, 2023 2:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে লাল ওভারসাইজড শোয়েটার। সঙ্গে নীল রঙের জিনস। কুয়াশা মাখা পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী নবনীতা দাস। চোখে মুখে যেন প্রশান্তি। ঠোঁটে লেগে রয়েছে মিষ্টি হাসি। নবনীতার কাছে এ দিনটি যেন ভালবাসার মরশুম। আদুরে আবহাওয়া।

গত কয়েকমাস ধরে ঝড় উঠেছে নবনীতার জীবনে। সম্প্রতি ফেসবুকে জিতু কমলের সঙ্গে ডিভোর্স ঘোষণা করেছেন। তারপর থেকে নানা প্রশ্ন চিহ্নের মুখে পড়েছেন অভিনেত্রী। তাঁকে ঘিরে হাজারটা গুঞ্জন। তবে এসব নিয়ে জিতু মুখ না খুললেও, নবনীতা কিন্তু ফেসবুক লাইভে এসে সবটা বলেছেন। এমনকী, সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রাখেননি।

Advertisement

[আরও পড়ুন: অপরাজিতার ভাড়াটে মধুমিতা! হলেন নায়িকার ‘লাভগুরু’ও, ‘চিনি ২’-র ট্রেলারে দুষ্টু-মিষ্টি চমক]

পাহাড়, কুয়াশা বরাবরই প্রিয় নবনীতার। মন খারাপের দিন হোক কিংবা ভালবাসার, পাহাড় মানেই প্রেমের মরশুম। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়েই পাহাড়ের প্রেমে ফের মত্ত নবনীতা।

২০১৯ সালের ৬ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিতু-নবনীতা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্য়েই কিছু আদুরে ছবির কোলাজ শেয়ার করে করেন তিনি। এই চার বছরে অনেক ওঠাপড়া এসছে তাঁদের জীবনে। তবে একে-অপরের পাশে দাঁড়িয়েছেন শক্তভাবে। অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবির মুক্তির পর সত্যজিৎ রূপে জিতুকে দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন নবনিতা। এরকম একটা মিষ্টি সম্পর্কে হঠাৎ কী হল? নবনীতা মুখ খুললেও, মুখ খোলেননি জিতু।

[আরও পড়ুন: OMG! ‘জওয়ান’ শাহরুখের ‘বেকারার’ ভিডিওর এ কী হাল! হাসি থামছে না স্মৃতি ইরানির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement