Advertisement
Advertisement

Breaking News

Nabanita Das

মিস করছেন জীতুর মা-বাবাকে, পুজোর আগেই কি জোড়া লাগছে নবনীতার ভাঙা সংসার?

নবনীতার পোস্ট দেখে গুঞ্জন টলিপাড়ায়।

Nabanita Das instaram Post goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 6, 2023 2:37 pm
  • Updated:October 6, 2023 2:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকেই নবনীতা জানিয়ে ছিলেন জীতু কমলের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করার কথা। তার পর থেকেই নানা সময়ই নানা পোস্ট জীতু ও নবনীতার। এমনকী, গুঞ্জনে এসেছিল অন্য পুরুষের সঙ্গে নাকি সম্পর্কের কারণেই নবনীতা, জীতুকে ছেড়েছেন। তবে সেই গুঞ্জনকে খুব একটা পাত্তা দেননি জীতু বা নবনীতা কেউই। বরং, মাঝে মধ্য়েই সোশাল মিডিয়ায় মন কেমনের পোস্ট করেন জীতু ও নবনীতা দুজনেই। যা দেখে বোঝাই যায়, দুজনেই, দুজনকে মিস করছেন। তবে প্রকাশ্য়ে এই নিয়ে মুখ খোলেননি নবনীতা বা জীতু কেউই!

ঠিক যেমন, একদিকে একাকিত্বকে শক্তি বানাচ্ছেন জীতু, তো অন্যদিকে জীতু ও শ্বশুর-শাশুড়ির ছবি পোস্ট করে মন কেমনের কথা লিখলেন, নবনীতা। ছবির ক্য়াপশনে নবনীতা লিখলেন, ”এবার পুজোটা আর তোমাদের সঙ্গে কাটবে না।”

Advertisement

[আরও পড়ুন: ‘চেষ্টা করেও বন্যায় ত্রাণ দিতে পারছি না, কী দুরাবস্থা’! হিমাচল সরকারকে তোপ ভূমিকন্যা কঙ্গনার]

সম্প্রতি জীতু তাঁর ইনস্টাগ্রামে একটি ‘মিরর সেলফি’ পোস্ট করেছেন। আলো আঁধারি মাখা ছবি পোস্ট করে জীতু লিখেছেন, ‘একাকিত্বই আরেক ধরনের শক্তি।’ জীতুর এই পোস্ট দেখে রীতিমতো ধন্দে নেটিজেনরা। অন্যদিকে, সম্প্রতি নবনীতাও জীতুর পরিবারের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘এবার পুজোটা তোমাদের সঙ্গে কাটাতে পারব না।’

প্রসঙ্গত, হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় জিতু কমলের সঙ্গে বিয়ে ভাঙলেন নবনীতা দাস। সংবাদ প্রতিদিনকে স্পষ্টই নবনীতা জানিয়ে ছিলেন, তিন মাস ধরে আলাদা রয়েছে তাঁরা। আর এই সিদ্ধান্ত একেবারেই ভাবনা চিন্তা করে নেওয়া। তারপর থেকেই নানা সময়ে সোশ্য়াল মিডিয়ায় নবনীতা যেমন নানা পোস্ট দিয়েছেন। তেমনি, এই সম্পর্ক ভাঙা নিয়ে মুখে কিছু না বললেও, ফেসবুক, ইনস্টাগ্রামে নানা ইঙ্গিতবাহী পোস্ট দিচ্ছেন। এই যেমন, সম্প্রতি জিতু তাঁর ফেসবুকে লিখেছিলেন, ভালোবাসা কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো-সেটা ভালোবাসা নয়- সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো- সেটা ভালোবাসা নয়-সেটা লোভ। সেটা লালসা,যদি কারো টাকা দেখে ভালোবাসো। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে- সেটাই ভালোবাসা।।।” তবে জিতুর এই মেসেজ একেবারেই কপি করা, সেটাও জিতু জানিয়ে ছিলেন এই পোস্টে। ২০১৯ সালের ৬ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিতু-নবনীতা। স্বামী জীতু কমলের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন নায়িকা। যদিও বিচ্ছেদের শংসাপত্র এখনও আসেনি।

[আরও পড়ুন: ‘পুজোয় বক্স অফিসে লড়াই তো হবেই’, ‘রক্তবীজ’ ছবি নিয়ে আত্মবিশ্বাসী আবির চট্টোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement