সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রাবন্তীর সঙ্গে সম্পর্কের জেরেই জিতু-নবনীতার সম্পর্কে ভাঙন? এমন প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নের উত্তর ফেসবুক লাইভে দিলেন অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। সাড়ে দশ মিনিটের ভিডিওতে স্পষ্ট জানিয়ে দিলেন নিজের বক্তব্য।
গত ২৯ জুন ফেসবুকে জিতুর সঙ্গে বিচ্ছেদের খবর জানান নবনীতা। পরে জিতুও তাতে সিলমোহর দেন। পরে সংবাদ প্রতিদিনকে অভিনেত্রী জানান, প্রায় তিন মাস ধরে তাঁরা আলাদা থাকছেন। আচমকা এই খবরে হতাশ হয়ে যান জিতু-নবনীতার অনুরাগীরা। নানা ধরনের জল্পনা হতে থাকে। নবনীতার বিচ্ছেদ ঘোষণার আগে আবার শ্রাবন্তীর সঙ্গে ‘আমি আমার মতো’ ছবিতে অভিনয়ের কথা জানিয়েছিলেন জিতু। তাতেই আবার কয়েকজন দুই দুইয়ে চার করতে শুরু করে দেন। বলা হতে থাকে, শ্রাবন্তীর জেরেই জিতু ও নবনীতার সম্পর্ক ভেঙে গিয়েছে।
ফেসবুক লাইভে এই জল্পনা পত্রপাঠ নাকচ করে দেন নবনীতা। জানান, শ্রাবন্তীর (Srabanti Chatterjee) সঙ্গে তাঁর খুবই ভাল সম্পর্ক। লন্ডনে গিয়ে একসঙ্গে ফিশ অ্যান্ড চিপসও খেয়েছেন। তাঁর সম্পর্কে এমন কথা শোনা সত্যিই খুবই দুঃখজনক। তাঁর ও জিতুর সম্পর্কে ভাঙার নেপথ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই বলেই জানান নবনীতা। তা বলে কি কোনও কারণ নেই?
হ্যাঁ, অবশ্যই আছে। আর সেটা তাঁর ও জিতুর ব্যক্তিগত কারণ বলেই জানান নবনীতা। অভিনেত্রী বলেন, তিনি ও জিতু একসঙ্গেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের মধ্যে কোনওদিন তৃতীয় কোনও ব্যক্তি ছিল না। আর জিতু সাফল্য পেয়ে পালটে গিয়েছেন এমনটাও নয়। বিচ্ছেদের পরও তাঁরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। অভিনেত্রীর মায়ের মন্তব্য নিয়েও বিভ্রান্তিকর খবর ছড়িয়েছিল। এমন খবর না ছড়ানোর আরজি জানান নবনীতা। অভিনেত্রী চান সম্মানটুকু বজায় থাকুক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.