সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরিজিৎ সিংয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁর অনুষ্ঠানে অগণিত মানুষের ভিড় হবেই। স্বাভাবিকভাবেই অতিরিক্ত ভিড়ে বিশৃঙ্খলার আশঙ্কা থেকেই যায়। রবিবার মুম্বইয়ে অরিজিতের অনুষ্ঠানের আগে তাই বেশ কয়েকটি নির্দেশিকা জারি হয়েছে।
জানা গিয়েছে, অরিজিতের অনুষ্ঠানে কোনও দাহ্য বস্তু নিয়ে ঢোকা যাবে না। এছাড়া মাদকদ্রব্য নিয়েও অনুষ্ঠানে ঢুকতে পারবেন না কেউ। ধারালো অস্ত্রশস্ত্রও একেবারেই নিষিদ্ধ। ডিএসএলআর ক্যামেরা এবং ট্রাইপড নিয়েও ঢুকতে পারবেন না কেউ।
View this post on Instagram
অরিজিৎ সিংয়ের বিশ্বজোড়া খ্যাতি। যে বঙ্গসন্তানের দরজায় কড়া নাড়েন মার্টিন গ্যারিক্স, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন শিল্পীরা। এত বড়মাপের শিল্পী হয়েও নিজের শিকড় ভুলে যাননি যিনি, তাই তো তাঁর সঙ্গে দেখা করতে জিয়াগঞ্জে হাজির হন পশ্চিমী সঙ্গীতজগতের তাবড় শিল্পীরা। গত সেপ্টেম্বর মাসেই লন্ডনের স্পেশাল কনসার্টে এড শিরানের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন অরিজিৎ সিং। মার্কিন মুলুকে দুই গায়ক সুপারস্টারের জমজমাট যুগলবন্দির জলসা দেখে মুগ্ধ হয়েছিলেন শ্রোতা-অনুরাগীরাও। রবিবাসরীয় সন্ধেয় জিয়াগঞ্জের ভূমিপুত্র আরও একবার বাণিজ্যনগরীর মন ছোঁবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আগামী মঙ্গলবারও বাণিজ্যনগরীতে অনুষ্ঠান রয়েছে তাঁর। ওই অনুষ্ঠানের টিকিট বুকিংয়ে কার্যত হিড়িক লেগে গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.