সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার দুপুরে একদিকে যখন AskSrk সেশনে ব্যস্ত শাহরুখ খান, তখন মন্নতের সিংহদুয়ারে চূড়ান্ত বিক্ষোভ প্রদর্শন। সেই ক্ষুব্ধ ভিড়ের অভিযোগ, ‘দেশের যুবপ্রজন্মকে ভয়ংকর নেশার দিকে ঠেলে দিচ্ছেন কিং খান!’ বিক্ষোভের জেরে এমন চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় শাহরুখের বান্দ্রার রাজপ্রাসাদের সামনে যে, পুলিশ মোতায়েন করতে বাধ্য হয়েছে প্রসাশন।
কিন্তু কেন শাহরুখের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ? আসলে ‘জওয়ান’ হিরো সম্প্রতি অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপন করেছেন। আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন ব্যক্তিত্ব হয়েও কীভাবে এসব অ্যাপের বিজ্ঞাপনে নবীন প্রজন্মকে গ্যামিং আসক্তির দিকে ঠেলে দিতে পারেন শাহরুখ? এমন অভিযোগ তুলেই মন্নতের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আনটাচ ইউথ ফাউন্ডেশন-এর সদস্যরা।
এই সংস্থার দাবি, “প্রভাবশালী তারকাদের অবিলম্বে রামি, জুপির মতো অনলাইন গেমিং অ্যাপগুলোর হয়ে প্রচার করা বন্ধ করা উচিত। এই সমস্ত বিজ্ঞাপন করে সমাজকে বিপথে চালিত করছেন শাহরুখ খান। নতুন প্রজন্মের অনেকেই এসব বেটিং অ্যাপে আসক্ত। এবং জুয়া খেলার জন্য বহু অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। এই অ্যাপগুলো বেআইনি। গুগলে তো কোথাও খুঁজে পাওয়া যায় না এগুলো, আলাদা ওয়েবসাইট থাকে। শাহরুখ খানের বিজ্ঞাপন দেখে অনেকেই উদ্বুদ্ধ হয়ে এসব বেআইনি সাইটে যোগ দিতে পারেন।” আর সেই প্রেক্ষিতেই এদিন মন্নতের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.