Advertisement
Advertisement

Breaking News

Katrina Kaif and Vicky Kaushal

Vicky Kaushal & Katrina Kaif: বিয়ের প্রস্তাবে মেলেনি সাড়া, ক্যাটরিনাকে খুনের হুমকি দিয়ে গ্রেপ্তার উঠতি অভিনেতা

ভিকি কৌশলের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত।

Mumbai Police arrested an accused who gave death threats to Katrina Kaif and Vicky Kaushal । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 25, 2022 4:59 pm
  • Updated:July 25, 2022 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার বিয়ের প্রস্তাবে মেলেনি সাড়া। সেই অভিমানে ক্যাটরিনা কাইফকে খুনের হুমকি দিয়েছিল এক অনুরাগী। মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় ভিকি কৌশলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত মনবিন্দর সিং। সে একজন উঠতি অভিনেতা। ক্যাটরিনার গুণমুগ্ধ সে। গত কয়েকমাস ধরে সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার উপর নজর রাখছিল উঠতি এই অভিনেতা। বারবার বিয়ের প্রস্তাবও দেয়। তবে স্বাভাবিকভাবেই সেই প্রস্তাবে গুরুত্ব দেননি ক্যাটরিনা। এমনকী, মনবিন্দর বেশ কয়েকটি বিকৃত ভিডিও শেয়ার করে। শেষমেশ ক্যাটরিনাকে খুনের হুমকি দেয় মনবিন্দর। সান্তাক্রুজ থানার পুলিশ সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

Advertisement

[আরও পড়ুন: স্রেফ অভিনয়-মডেলিংই নয়, সিনেমাতেও টাকা ঢালতেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা? সন্দেহ ইডির]

সিধু মুসেওয়ালার খুনের পর গত মাসে প্রাণনাশের হুমকি পান বলিউড তারকা সলমন খানও। সেই সময় মুম্বইয়ের বান্দ্রা থানায় অভিযোগ জানান তিনি। বাড়ানো হয় নিরাপত্তা। যদিও পুলিশি জেরায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দাবি করে ‘ভাইজান’কে খুনের হুমকি চিঠি পাঠায়নি সে। এবার কি তবে টার্গেটে ভিকি-ক্যাটরিনা?  সেই প্রশ্নও উঠতে শুরু করেছিল। তবে অভিযুক্তের গ্রেপ্তারিতে দূর হল সেই আশঙ্কা।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর রাজস্থানে বিয়ে সারেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ। চুটিয়ে সংসার করছেন তাঁরা। সদ্যই মলদ্বীপে যান তাঁরা। সেখানে দু’ জন রোম্যান্টিক ছবি তোলেন। তারকা দম্পতির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মলদ্বীপেই ক্যাটরিনার জন্মদিন পালন করেন ভিকি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

সোশ্যাল মিডিয়ায় তারকা দম্পতির আনন্দের মুহূর্তও ভাগ করে নেন। ভিকি কৌশলের জন্মদিনে দু’জনে নিউইয়র্কে ছিলেন। ছবি শেয়ার করে ভিকিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে ক্যাটরিনাকে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

[আরও পড়ুন: ‘মাকে দেখবেন’, মন্তব্য করে ফের ট্রোলড পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement