Advertisement
Advertisement
Salman Khan

সলমনের বাড়িতে গুলিবৃষ্টির ঘটনায় গ্রেপ্তার আরও ১, এবার রাজস্থান যোগ!

পয়লা বৈশাখের দিনই ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হামলা হয়েছিল।

Mumbai Crime Branch arrests fifth accused after firing at Salman Khan's house
Published by: Suparna Majumder
  • Posted:May 7, 2024 1:12 pm
  • Updated:May 7, 2024 4:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক গ্রেপ্তারি। সলমন খানের (Salman Khan) বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হল। সংবাদমাধ্যম সূত্রে খবর, ধৃতের নাম মহম্মদ চৌধুরী। রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। এর আগে এই ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। তার মধ্যে আবার হাজতেই একজনের মৃত্যু হয়েছে।

Salman

Advertisement

পয়লা বৈশাখের দিন আচমকাই সলমনের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই বাইক আরোহী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সলমনের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টের বাইরে। বুলেট গিয়ে লাগে সুপারস্টারের বাড়ির দেওয়ালে। গুলি চালিয়েই পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন। ঘটনার তদন্তভার যায় মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে। সলমনের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।

[আরও পড়ুন: রণবীরের জন্য ‘মেট গালা’য় গেলেন না দীপিকা! তাহলে অন্তঃসত্ত্বা অবস্থায় চললেন কোথায়?]

ঘটনার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ভিকি গুপ্ত (২৪) ও সাগর পালকে (২১) গ্রেপ্তার করে ভুজ পুলিশ। ধৃতদের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়। সূত্রের খবর, এই দুজনকে জেরা করেই তাপি নদীতে বন্দুক ও গুলি ফেলার কথা জানতে পারে পুলিশ। নদী থেকে উদ্ধার করা হয় দুটি বন্দুক ও তিনটি ম্যাগাজিন। এপ্রিল মাসেই আবার পাঞ্জাব থেকে সোনু কুমার বিষ্ণোই ও অনুজ থাপনকে গ্রেপ্তার করা হয়।

Accused in Salman Khan house firing case dies by suicide in Mumbai police lockup

পয়লা মে এই ঘটনা অন্যদিকে মোড় নেয়। হাজতেই অনুজ থাপনের মৃত্যু হয়। অভিযোগ, গারদের ভিতরেই আত্মহত্যা করেছে অভিযুক্ত। যদিও তাঁর পরিবার এই কথা মানতে নারাজ। এই ঘটনার পর এবারে পঞ্চম অভিযুক্ত মহম্মদকে গ্রেপ্তার করা হল। অভিযোগ, সলমনের গ্যালাক্সিতে হামলা করা ভিকি গুপ্ত ও সাগর পালকে সাহায্য করেছিল সে।

প্রসঙ্গত, সলমনের বাড়িতে হামলার ঘটনায় বারবার লরেন্স বিষ্ণোইর নাম উঠে আসছে। ভিকি-সাগরও নাকি এই গ্যাংস্টারের দলেরই সদস্য।কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সলমনের বিরুদ্ধে। তারপর থেকেই সুপারস্টারকে নিজের শত্রু হিসেবে মানে বিষ্ণোই। এর আগে একাধিকবার সলমন খানকে হুমকি দিয়েছে সে। বর্তমানে আহমেদাবাদের সবরমতী সেন্ট্রাল প্রিজনে রাখা হয়েছে লরেন্সকে।

[আরও পড়ুন: প্রথম বৃষ্টিতে নাজেহাল ঋতুপর্ণা, জলমগ্ন রাস্তায় জেরবার নায়িকা, কী করলেন? ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement