Advertisement
Advertisement

Breaking News

SRK Salman Eid

ইদে মন্নত, গ্যালাক্সির সিংহদুয়ারে জনজোয়ার! শাহরুখ-সলমনের ভক্তদের লাঠিচার্জ পুলিশের

বান্দ্রায় তুমুল যানজটে নাকাল যাত্রীরা! সামাল দিতে হিমশিম খেল ট্রাফিক পুলিশরা।

Mumbai cops lathi-charge on Shah Rukh Khan, Salman Khan fans on Eid, Watch
Published by: Sandipta Bhanja
  • Posted:April 11, 2024 7:27 pm
  • Updated:April 11, 2024 7:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকে ‘পীঠস্থান’ মন্নতের বাইরে ভিড় জমিয়েছিলেন শাহরুখ খান অনুরাগীরা (Shah Rukh Khan)। ইদের দিন যেন একঝলক ‘ঈশ্বরদর্শন’ হয়, সিংহদুয়ারে জনজোয়ার। দিনভর কাটফাটা রোদে দাঁড়িয়ে থাকার পর নিরাশ হতে হল না! সাদা পাঠান স্যুটে বেরিয়ে এলেন বাদশা। চুলে বাঁধা পনিটেল। নিয়মমাফিক মন্নতের ছাদে উঠে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে। ওদিকে তখন জনসমুদ্র সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মুম্বই পুলিশকে। বলিউডের আরেক খানের বাড়ির বাইরেও একই পরিস্থিতি।

এদিন বেলা-দুপুরের দৃশ্য। বান্দ্রা রোডে যানজটে নাকাল নিত্যযাত্রীরা। কী না, সলমন খানের (Salman Khan) বাড়ির বাইরেও শয়ে শয়ে ভক্ত ভিড় জমিয়েছেন। কাতারে কাতারে সেই লোক সামলাতে বেগ পেতে হচ্ছিল ট্রাফিক পুলিশকে। সলমন খান প্রতিবারের মতো এবারেও তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় এসে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়লেন। ভাইজানের ছোড়া উড়ন্ত চুমুতে যেন জনঅরণ্যের মাঝে বিদ্যুৎ খেলে গেল! যা সামাল দিতে শেষমেশ লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

Advertisement

[আরও পড়ুন: বাহ উস্তাদ! ইদে মায়ের হেঁশেল থেকে ‘বিরিয়ানি সংবাদ’ নিয়ে হাজির মীর]

শাহরুখ খানের বাড়ির বাইরেও জনতার উচ্ছ্বাসের বাঁধ কিছুতেই যেন মানতে চাইছিল না! মন্নতের বারান্দায় এসে শাহরুখ চিরাচরিত সিগনেচার পোজে দু’হাত ছড়াতেই অনুরাগীদের সে কী উল্লাস! শাহরুখ… শাহরুখ.. গগনভেদী চিৎকার। বারান্দায় দাঁড়িয়ে থাকা কিং খানকে দেখতে প্রায় ব্যারিকেট ভেঙে যাওয়ার জোগাড় হয়েছিল। পরিস্থিতি বিপাকে দেখেই ছুটে আসেন কর্তব্যরত নিরাপত্তারক্ষী থেকে পুলিশেরা। সরে যেতে বললেও থামেননি ভক্তরা। শেষমেশ লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ। তবে তাতেও দমে থাকার পাত্র নন অনুরাগীরা। মোবাইল হাতে ক্যামেরাবন্দি করতে থাকে কিং খানের ছবি। আর সেই ভিডিওই বর্তমানে ভাইরাল নেটপাড়ায়।

[আরও পড়ুন: ইফতারে ডেকে ‘মারধর’ মুনাওয়ার ফারুকিকে! মাথায় ডিম ছুড়ে পুলিশি বিপাকে রেস্তরাঁর মালিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement