সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বলিউডে যৌন নিগ্রহের অভিযোগ। এবার নিগ্রহের অভিযোগে পুলিশের দ্বারস্থ ২৮ বছরের মডেল। জ্যাকি বাগনানি (Jaccky Bhagnani)-সহ মুম্বইয়ের গ্ল্যামার জগতের একাধিক নামী ব্যক্তিত্বের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, মডেলিংয়ের পাশাপাশি ওই মহিলা শিল্পী এবং গীতিকারও। ১০ মে তিনি বলিউডে প্রায় এক ডজন নামী ব্যক্তিত্বের বিরুদ্ধে FIR করেছিলেন। মামলাটি প্রথমে আন্ধেরি থানাকে নথিভূক্ত করার নির্দেশ দিয়েছিলেন ডিসিপি মহেশ্বর রেড্ডি। মডেলের বয়ানও রেকর্ড করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরে তা বান্দ্রার ডিসিপি জোন ৯ অফিসে স্থানান্তরিত করা হয়। কারণ বেশিরভাগ অভিযোগ সেই এলাকার আওতায় পড়ে।
মহিলার অভিযোগ, ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত একাধিকবার যৌন হেনস্তার শিকার হয়েছেন তিনি। কেউ বাড়িতে ডেকে তো কেউ অফিসে অশালীন ব্যবহার করেছেন। কারও বিরুদ্ধে কাজের বিনিময়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন তিনি। শোনা গিয়েছে, মডেলের করা এফআইআরের অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে অভিনেতা-প্রযোজক জ্যাকি বাগনানি (Actor Jaccky Bhagnani), ফটোগ্রাফার কলস্টন জুইয়ান (Colston Juian), কেওয়ান এন্টারটেইনমেন্টের সহ-প্রতিষ্ঠাতা অনির্বাণ ব্লা (Anirban Blah), টি-সিরিজের কৃষাণ কুমার, আহা কোম্পানির সিইও অজিত ঠাকুর, জেরোধা কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাত, প্রযোজক বিষ্ণু ইন্দুরির মতো ব্যক্তিত্বদের। জানা গিয়েছে, কঙ্গনা রানাউত অভিনীত ‘থালাইভি’ ছবির অন্যতম প্রযোজক অভিযুক্ত বিষ্ণু ইন্দুরি।
উল্লেখ্য, এর আগে ‘মি টু’ (Me Too) নিয়ে উত্তাল হয়েছে বলিউড। নানা পাটেকর, অনুরাগ কশ্যপ, সাজিদ খান, বিকাশ বহেলের মতো বি-টাউনের একাধিক অভিনেতা-পরিচালকদের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ উঠেছে। এবারও কাঠগড়ায় গ্ল্যামার জগতের প্রভাবশালীরা। যদিও প্রায় প্রত্যেকেই নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। উলটে ২৮ বছরের মডেলের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অভিযোগ এনেছেন অনেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.