Advertisement
Advertisement
Ranbir Kapoor Mukesh Khanna

‘বাস্তবে ছ্যাঁচড়া-লম্পট, পর্দায় রাম!’, রণবীর কাপুরকে নিয়ে বিতর্কিত মন্তব্য মুকেশ খান্নার

রণবীর কাপুরের 'রামে'ও আপত্তি মুকেশ খান্নার!

Mukesh Khanna Makes Controversial Comment On Ranbir Kapoor Playing Lord Ram
Published by: Sandipta Bhanja
  • Posted:December 19, 2024 3:36 pm
  • Updated:December 19, 2024 3:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “নগ্ন হয়ে ছবি তোলে, ও কি শক্তিমান হবে?”, এর আগে রণবীর সিংয়ের ‘শক্তিমান’ হওয়ার খবর পেয়েই বেফাঁস মন্তব্য করেছিলেন মুকেশ খান্না (Mukesh Khanna)। এবার বলিউডের আরেক রণবীরকে (Ranbir Kapoor) নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন। সদ্য নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর শুট শেষ করেছেন কাপুরনন্দন। এবার সেই সিনেমা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফের বিস্ফোরক মুকেশ।

টেলিপর্দায় ‘মহাভারত’ ধারাবাহিকে ভীষ্মর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। পরে প্রথম ভারতীয় সুপারহিরো ‘শক্তিমান’-এর ভূমিকায় খ্যাতিলাভ করেন। তবে সেই লিগ্যাসির দায়িত্ব রণবীর সিংয়ের হাতে অর্পণ করতে নারাজ তিনি। বলিউড অভিনেতাকে ৩ ঘণ্টা নিজের অফিসে বসিয়ে রেখেও ‘শক্তিমান’-এর স্বত্ত্বে ছাড়পত্র দেননি মুকেশ। এবার পর্দায় রণবীর কাপুরকে রামের ভূমিকায় দেখতেও নারাজ তিনি। মুকেশের মন্তব্য, “‘অ্যানিম্যাল করার পর রামের চরিত্র অভিনয় করলে তাতে নেচিবাচক প্রভাব পড়বে। এক বলিউড সংবাদমাধ্যমের কাছে প্রবীণ অভিনেতা জানিয়েছেন, রামের চরিত্রে অরুণ গোভিল যা করে ফেলেছেন, সেটা ‘গোল্ডেন স্ট্যান্ডার্ড’। আমি এটাই বলব, রামের চরিত্রে যে কেউ অভিনয় করুক, তাঁকে দেখলে যেন রামের মুখটা ভেসে ওঠে। রাবণের মতো দেখতে যেন না হয় সে। বাস্তবজীবনে লম্পট, ছ্যাঁচড়া হলে পর্দাতেও সেটাই প্রতিভাত হবে। রামের চরিত্রে অভিনয় করতে হলে পার্টি করা, মদ খাওয়া সব বন্ধ করতে হবে। নির্মাতাদের কাস্টিংয়ের বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।”

Advertisement

এরপরই প্রভাস-এর ‘আদিপুরুষ’ ছবির কথা উল্লেখ করে মুকেশ বলেন, “এত বড় তারকা হওয়া সত্ত্বেও প্রভাসকেও তো কেউ রামের ভূমিকায় মেনে নেয়নি। ও খারাপ অভিনেতা বলে নয়, আসলে ও রামের মতো দেখতেই নয়। এবার যিনি রামের চরিত্রে অভিনয় করছেন, তিনি তো আবার কাপুর পরিবারের বংশপ্রদীপ। দারুণ অভিনেতা। সদ্য অ্যানিম্যাল করেছেন, আর সেই ছবিতে ওর নেতিবাচক দিকটা দেখানো হয়েছে। এবার যদি আমি ওঁর মুখের দিকে তাকাইস রামের সঙ্গে কি মিল পাব? আশা করব, অ্যানিম্যাল-এর চরিত্রটা যেন রাম হিসেবে রণবীরকে দেখতে গিয়ে গোলমাল না করে।” প্রবীন অভিনেতার সংযোজন, “আমি এই বিষয়ে কোনও কথা বললেই লোকে আমাকে খারাপ ভাববে। মনে করবে, আমি সবসময়ে সব বিষয়ে কথা বলি। ইতিমধ্যেই আমার ভাবমূর্তি অনেক নষ্ট করা হয়েছে। এই তো সেদিন জ্যাকি শ্রফের ছেলেকে নিয়ে বললাম… আমি কিন্তু রুক্ষ্ম স্বভাবের মানুষ নই। নিজের মনের কথা বলে ফেলি। কেউ রামায়ণ বানালেন অরুণ গোভিল অভিনীত রামের সঙ্গে তুলনা আসবেই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement