Advertisement
Advertisement
Deepika Padukone

দীপিকা-রণবীরের মেয়েকে দেখতে হাসপাতালে মুকেশ আম্বানি! মুখ দেখে কী দিলেন রিলায়েন্স কর্তা?

রবিবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা।

Mukesh Ambani visits hospital to meet Deepika Padukone-Ranveer Singh
Published by: Akash Misra
  • Posted:September 10, 2024 2:29 pm
  • Updated:September 10, 2024 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। মুম্বইয়ের কোকিলাবেন বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। যার মালিক রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। আর তাই তো দীপিকার মা হওয়ার খবর পেতেই, মা ও সদ্যোজাতকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুকেশ আম্বানি। সূত্রের খবর, দীপিকার কন্যার মুখ দেখে উপহারও দিয়েছেন তিনি। তবে উপহারটি কী, তা জানা যায়নি!

প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তাঁর ও রণবীর সিংয়ের সন্তান। প্রথমে শোনা গিয়েছিল, ২৮ সেপ্টেম্বর দীপবীরের সন্তানের জন্ম হবে। কিন্তু শনিবার বিকেলে আচমকাই দীপিকাকে নিয়ে হাসপাতালে যান রণবীর সিং। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় প্রকাশ্যে আসতেই দাবানল গতিতে ভাইরাল হয় ভিডিও। অনুরাগীদের প্রার্থনা ছিল, গণেশ চতুর্থীর দিনই যেন সন্তানলাভ করেন রণবীর-দীপিকা। কিন্তু সুখবর পাওয়া গেল রবিবার। জন্মের তারিখ লেখা ছবি পোস্ট করে সুখবর জানান দীপবীর।

Advertisement

[আরও পড়ুন: ফের যৌন হেনস্তায় অভিযুক্ত জয়জিৎ, এবার নিগ্রহের অভিযোগ মডেলের, অভিনেতা কী বলছেন?]

আসছে দেবীপক্ষ, সমাজে নারীর সুরক্ষা নিয়ে নতুন করে তৈরি হয়েছে আন্দোলন। দেশজুড়ে এমনই উত্তাল সময় টিনসেল টাউনে আবার এক কন্যার আবির্ভাব। ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছেন বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোন। রবিবার বারবেলায় সেই খবর ছড়াতেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন সদ্য মা। বাবা রণবীর সিংকেও অভিনন্দন জানাতে ভোলেননি কেউ। নবজাতকের সঙ্গে সঙ্গে নতুন মা-বাবার আনন্দও স্বভাবতই বাঁধভাঙা। কোলে মেয়ে তো এল। নাম কী হবে তার? নামকরণ আগেই করে ফেলেছিলেন দীপবীর। তা তো অনেকেই করেন। কিন্তু দীপিকা-রণবীরের সেই পরিকল্পনার বিশেষত্ব এই যে, লিঙ্গ নির্বিশেষে সেই নাম স্থির করা হয়েছিল। রণবীর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁদের ছেলে হোক বা মেয়ে, নাম হবে ওটিই।

[আরও পড়ুন: শ্লীলতাহানির অভিযোগে আরও বিপাকে অরিন্দম শীল! এবার থানায় দায়ের অভিযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement