সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশে একগুচ্ছ বাংলা সিনেমা উপহার দিয়ে বক্স অফিস চাঙ্গা করেছেন টলিউড। নতুন বছরেও কোমর বেঁধে প্রস্তুত বাংলা সিনেমা। সেই হাইভোল্টেজ তালিকায় কোন সিনেমাগুলো রয়েছে?
১) ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান‘। রামকমলের ফ্রেমে বিনোদিনী দাসীর লুকে রুক্মিণী মৈত্র। প্রথমবার বাংলার বড়পর্দায় থিয়েটারদুনিয়ার কিংবদন্তীর জীবনকাহিনি। ইতিমধ্যেই রুক্মিণীর লুক শোরগোল ফেলে দিয়েছে। পিরিয়ড ড্রামার প্রস্তুতির জন্য অভিনেত্রীকে বেশ কড়া হোমওয়ার্কও করতে হয়েছে। স্টার কাস্টও চোখধাঁধানো।
২) পর পর ২ বছর পুজোয় ব্লকবাস্টার উপহার দিয়ে এবার ফের গ্রীষ্মকালীন স্লটে ফিরছেন নন্দিতা-শিবপ্রসাদ। ১৬ মে মুক্তি পাচ্ছে ‘আমার বস‘। যে ছবির সবথেকে বড় পাওনা দু দশক বাদে রাখি গুলজারের বাংলা ছবিতে প্রত্যাবর্তন। সঙ্গে আবারও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অভিনয় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। পঁচিশের মাস্ট ওয়াচ তালিকায় নিঃসন্দেহে থাকছে ‘আমার বস’।
৩) প্রি টিজারে ‘দেবী চৌধুরানী‘ অবতারে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় বাঁধা লাল কাপড়ের ফেট্টি। ঘোরসওয়ার চৌধুরানীকে বড়পর্দায় দেখার অপেক্ষায় পিরিয়ড ড্রামাপ্রেমীরা। এই সিনেমার জন্য কোমরবেঁধে প্রস্তুতি নিয়েছেন শ্রাবন্তী। উপরি পাওনা ভবানী পাঠক হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাইভোল্টেজ পারফরম্যান্স। বাংলার দোর্দণ্ডপ্রতাপ ডাকাতসম্রাজ্ঞী ‘দেবী চৌধুরানী’কে দেখতে হলে পয়লা মে অবধি অপেক্ষা করতে হবে।
৪) ২৩ জানুয়ারি ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’-এর সঙ্গেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই‘। একডজন ডাকসাইটে অভিনেতা। কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, অর্জুন চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী-সহ আরও অনেকে রয়েছেন। সত্য-মিথ্যের মায়াজালের গল্প দেখতে হলে এই ছবি মাস্ট ওয়াচ!
৫) এপ্রিলের ১১ তারিখ মা-মেয়ের সম্পর্কের গল্প নিয়ে আসছেন শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্ত। এক মা-মেয়ের সম্পর্কের প্লট নিয়েই ‘পুরাতন‘ ছবির গল্প সাজিয়েছেন পরিচালক সুমন ঘোষ। মায়ের ভূমিকায় শর্মিলা এবং মেয়ের চরিত্রে ঋতুপর্ণা। মেয়ের স্বামীর ভূমিকায় থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। শুধু অভিনয় নয়, এই সিনেমার প্রযোজনাতেও অংশীদার ঋতুপর্ণা। ইতিমধ্যেই বিদেশের মাটিতে প্রশংসা কুড়িয়েছে ‘পুরাতন’। এবার বাংলার পর্দায় মুক্তির পালা।
৬) এই বছর আরেকটি যে ছবির দিকে নজর থাকবে, সেটি হল ‘স্বার্থপর‘। একছবিতে বাবা-মেয়ে রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক। এই ছবিতে কোয়েলের দাদার ভূমিকায় থাকছেন কৌশিক সেন। সম্পত্তি নিয়ে ভাইবোনের মধ্যে বচসাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ‘স্বার্থপর’-এর গল্প।
৭) পঁচিশের পুজোর মরশুমে আরেকটি ব্লকবাস্টার দিতে প্রস্তুত দেব। ‘গোলন্দাজ’ পরিচালক ধ্রব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফের জুটি বাঁধছেন তিনি ‘রঘু ডাকাত‘ সিনেমার জন্য। পয়লা জানুয়ারি ইতিমধ্যেই লুক প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছেন দেব-ধ্রুব জুটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.