সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা বলে কথা। তাই সাংসদ হওয়ার পর জনপ্রতিনিধি হিসেবে নিজস্ব সংসদীয় কেন্দ্রে আর তাঁর পায়ের ধূলো পড়বে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকেই। উঠেছিল নানা অভিযোগও। ‘শুধুমাত্র পুজো আসলেই ফিতে কাটার অনুষ্ঠানে দেখা মেলে তাঁদের’ সাধারণত, এমন চিন্তাধারাই পোষণ করেন অনেকে। ঠিক এমনটাই ভেবেছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীর সম্পর্কেও। তবে সেসমস্ত ধ্যান-ধারণা বদলে দিলেন যাদবপুরের তারকা সাংসদ মিমি চক্রবর্তী। অভিনেত্রী সাংসদের সংগঠন ‘সুকন্যা’ যেন মেয়েদের এগিয়ে চলার পথে হাত বাড়িয়ে দিয়েছে। যে সংগঠনের উদ্যোগে মেয়েদের ক্যারাটে থেকে ঋতুস্রাব, সবকিছু নিয়েই পাঠ দেওয়া হয়।
মাসখানেক থেকেই মিমির উদ্যোগে তাঁর সংসদীয় এলাকায় আত্মরক্ষার পাঠ দেওয়ার জন্য মেয়েদের কিক বক্সিং, ক্যারাটে শেখানো হয়। রাতে-বিরেতে যেখানেই হোক না কেন, বিপদে পড়লে মেয়েরা নিজেরাই যেন নিজেদের বর্ম হয়ে উঠতে পারে, সেজন্যই এই বিশেষ উদ্যোগ সাংসদ মিমির। তবে এবার মেয়েদের স্বাস্থ্য এবং মেনস্ট্রুয়াল হাইজিন অর্থাৎ ঋতুস্রাবকালীন পরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন তিনি। তাই সংসদীয় এলাকার বেশ কিছু স্কুলেই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসিয়েছেন।
তবে শুধু যে মেশিন বসিয়েই নিজের কাজ শেষ হয়ে গিয়েছে, এমনটা মনে করেন না সাংসদ মিমি৷ ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া বজায় রাখতে সোনারপুর অতুলকৄষ্ণ বিদ্যায়তনে বৄহস্পতিবার বিকেলে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল তাঁর উদ্যোগে৷ এই আলোচনাসভায় সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের মোট ২৬টি স্কুলের প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন সেই কেন্দ্রের বিধায়ক মাননীয় জীবন মুখোপাধ্যায়, সাংসদ মিমি চক্রবর্তীর আপ্ত সহায়ক, পুরমাতা সোনালী রায় এবং এই প্রজেক্টের কর্ণধার সুতনু ঘোষ৷
সেই আয়োজন সভাতেই মেয়েদের কল্যাণার্থে সুকন্যার তরফে এবার নতুন করে বেশ কয়েকটি স্কুলে স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিনের জন্য আবেদন জানানো হয়েছে৷ মহিলাদের মুত্রনালী সংক্রামক ও জননেন্দ্রীয় নালিকা সংক্রামক ঠেকাতেই সাংসদের এই বিশেষ উদ্যোগ৷ শুরু থেকেই যাতে মেয়েরা এই বিষয়ে পর্যাপ্ত শিক্ষা পায় তারজন্য স্কুলের ছাত্রীদের নিয়েই এই প্রশিক্ষন শিবিরের আয়োজন করেছেন সাংসদ মিমি চক্রবর্তী৷ সকলের মধ্যে সচেতনতা তৈরি হলে সফল হবে তার এই উদ্যোগ। এমনকী, ঋতুস্রাব থেকে সংক্রমণ ছড়িয়ে আর একটিও মৄত্যু যাতে না হয় তা নিশ্চিত করা যাবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.