Advertisement
Advertisement
Nusrat Jahan

‘সত্যিটা ঠিক সামনে আসবে’, উপলব্ধি সাংসদ-নায়িকা নুসরতের

সপ্তাহান্তে আচমকাই কেন এমন উপলব্ধি নুসরত জাহানের?

MP actress Nusrat Jahan's post on truth | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 16, 2023 8:42 pm
  • Updated:September 16, 2023 8:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্ল্যাট দুর্নীতি মামলার পর থেকেই বিতর্কের শিরোনামে নুসরত জাহান (Nusrat Jahan)। গত সোমবার আলিপুর দায়রা আদালতে অভিনেত্রী স্বস্তি পেলেও মঙ্গলবার টানা ৬ ঘণ্টা ইডির ম্যারাথন জেরার মুখোমুখি হতে হয়েছিল তারকা সাংসদকে। এবার সত্য উন্মোচনের উপলব্ধি নুসরতের।

শনিবার নিজের ইনস্টা স্টোরিতে অভিনেত্রীর পোস্ট- “সত্যি চিরন্তন, অপরিবর্তিত। যদিও পরিস্থিতি নির্বিশেষে তাতে রং চড়িয়ে বিকৃত করার চেষ্টা চলে বিভিন্ন সময়ে। তবে সত্যিটা ঠিক সামনে আসবেই। আর যাঁরা এই সত্যিটা বোঝেন না, তাঁরা ঠিক একদিন ধ্বংস হবে।” ফ্ল্যাট দুর্নীতি মামলা, ইডির ব়্যাডারে পড়েই কি সাংসদ অভিনেত্রীর এমন উপলব্ধি? সেই উত্তর যদিও অধরা।

Advertisement

[আরও পড়ুন: সাংসদ এবার পুলিশ সুপারের চরিত্রে, নন্দিতা-শিবুর জন্য বুলেট চালানোও শিখেছেন মিমি]

প্রসঙ্গত, গত মঙ্গলবার প্রায় সাড়ে ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বিকেল ৫ টা বেজে ১৫ মিনিট নাগাদ ইডি দপ্তর থেকে বের হন নুসরত। তারপরই দেশপ্রিয় পার্কের এক হনুমান মন্দিরে যান অভিনেত্রী। বরাবরের মতো এদিনও তাঁর চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। নুসরত জানিয়েছিলেন, তিনি ইডি আধিকারিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। তদন্তে সহযোগিতা করেছেন। এরপরই গাড়িতে উঠে গন্তব্যের উদ্দেশে রওনা দেন তিনি। এবার সপ্তাহান্তে এমন পোস্ট নুসরত জাহানের।

[আরও পড়ুন: এবার বক্স অফিসে ‘করণ-অর্জুনে’র ‘খেলা হবে’! আসছে ‘টাইগার ভার্সেস পাঠান’, কবে শুটিং?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement