Advertisement
Advertisement

Breaking News

MP actor Dev

‘প্রধান’ প্রায়োরিটি মা, শুটিংয়ের ফাঁকে মূর্তি নদীর জলে নেমে ক্যামেরায় পোজ দেবের

ডুয়ার্সে শুটিংয়ের অবসরে সাংসদ-অভিনেতার 'ফ্যামিলি টাইম'।

MP actor Dev shares photo with Mother in between Pradhan shooting | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 14, 2023 4:31 pm
  • Updated:September 14, 2023 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে টলিউডের ব্যস্ততম অভিনেতা নিঃসন্দেহে দেব (Dev)। একের পর এক ছবির কাজ করে চলেছেন। প্রেক্ষাগৃহে যখন ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ রমরমিয়ে চলছে, তখন সাংসদ-অভিনেতা ডুয়ার্সে নতুন ছবি ‘প্রধান’-এর শুটিংয়ে ব্যস্ত। শারীরিক অসুস্থতাও তাঁকে টলাতে পারেনি! গায়ে জ্বর নিয়েই রাত পর্যন্ত ক্যামেরার সামনে একের পর এক শট দিয়ে গিয়েছেন। তার দিন দুয়েক কাটতে না কাটতেই কলকাতায় উড়ে এসেছেন ‘বাঘাযতীন’-এর টিজার রিলিজের জন্য। পরদিনই বিমান ধরে ফের উত্তরবঙ্গে উড়ে গিয়ে ‘প্রধান’ (Pradhan) টিমের সঙ্গে যোগ দিয়েছেন।

দেবের কেরিয়ার বর্তমানে উর্ধ্বগগনে। আজ প্রচারে ব্যস্ত তো কাল শুটিংয়ে। প্রযোজক হিসেবেও বেশ তটস্থ দেব। সেটে নিজে গিয়ে তদারকি করেন। দেব যেন একেবারে অপ্রতিরোধ্য! এবার ‘প্রধান’ ছবির শুটিংয়ের ফাঁকে আদ্যোপান্ত পারিবারিক মেজাজে ধরা দিলেন সাংসদ-অভিনেতা। ‘কিশমিশ’ ছবির শুটিংয়েও দার্জিলিংয়ে বাবা গুরুপদ অধিকারীকে নিয়ে গিয়েছিলেন। এবার ডুয়ার্সের শুটে মা মৌসুমী অধিকারীকে নিয়ে গেলেন। কাজের অবসরে মায়ের সঙ্গে মূর্তি নদীর জলে নেমে একান্ত মুহূর্তও কাটালেন।

Advertisement

মাকে আগলে ক্যামেরার সামনে পোজও দিয়েছেন দেব। মূর্তির ঠান্ডা জলে পা চুবিয়ে মায়ের সঙ্গে আড্ডা দিতেও দেখা গেল টলিপাড়ার ‘বাঘাযতীন’কে। সেই আদুরে ছবি শেয়ার করে তারকা সাংসদ লিখেছেন- “শুটের মাঝে খানিক পারিবারিক মুহূর্ত।” মা মৌসুমীও সুপারস্টার ছেলেকে জড়িয়ে হাসিমুখে ফটোসেশন সারলেন।

[আরও পড়ুন: ‘ধন্যবাদ শাহরুখ, ‘জওয়ান’-এ কংগ্রেস আমলের দুর্নীতি দেখানোর জন্য’, ‘আত্মঘাতী গোল’ BJP’র!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

প্রসঙ্গত, বৃহস্পতিবার সাতসকালেই ‘প্রধান’ ছবির সেটে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছে। ইয়াব্বড় সাইজের অজগর সাপ দেখে বিশ্বনাথ বসু যখন ভয়ে সিঁটিয়ে গিয়েছেন, তখন সেই বড় অজগর হাতে নিয়ে ছবি তুলে পোস্ট করেছেন সোহম চক্রবর্তী। যা দেখে আপাতত তোলপাড় নেটদুনিয়া। তবে তারকা সাংসদের সোশ্যাল মিডিয়া থেকে ব্রাত্যই থেকেছে সেই অজগর। বরং মায়ের সঙ্গে মিষ্টি ছবি দিয়ে চমকে দিলেন দেব। যাঁকে ‘প্রধান’ ছবিতে এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে।

[আরও পড়ুন: অজগর হাতে নিয়ে ফটোশুট সোহমের , হইচই কাণ্ড ‘প্রধান’ ছবির শুটিং স্পটে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement