Advertisement
Advertisement

মোগলির হাত ধরে জঙ্গল অভিযানে বলিউড তারকা

৭ ডিসেম্বর নেটফ্লিক্সে দেখা যাবে ‘মোগলি: লেজেন্ড অফ দ্য জঙ্গল’।

Mowgli Hindi trailer released
Published by: Sayani Sen
  • Posted:November 26, 2018 8:21 pm
  • Updated:November 27, 2018 1:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ের দশকে যাদের শৈশব কেটেছে তাদের মোগলি প্রীতি আকাশছোঁয়া। এই লেজেন্ডের গল্প ফের আসছে পর্দায়। তবে টেলিভিশন বা ফিল্ম হিসেবে নয়, এবার নেটফ্লিক্সে। আবার দর্শকের সঙ্গে সাক্ষাৎ ঘটবে ‘মোগলি’-র। রবিবার ইউটিউবে মুক্তি পেয়েছে ‘মোগলি’-র ট্রেলার৷ আপাতত নেটদুনিয়া কাঁপাচ্ছে এই ট্রেলার৷ 

[বি-টাউনে নয়া গুঞ্জন, আবারও বিয়ে করছেন হৃত্বিক!]

‘মোগলি: লেজেন্ড অফ দ্য জঙ্গল’- এ বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে চুক্তি করেছে নেটফ্লিক্স। তাঁদের গলা শোনা যাবে ভয়েস ওভার হিসেবে। বিখ্যাত হলিউডি প্রযোজক সংস্থা ওয়ার্নার ব্রাদার্স থেকে এই ছবির স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। হলিউড অভিনেতা অ্যান্ডি সার্কিস এই ছবির পরিচালক। ভালুর ভূমিকায় গলা দিয়েছেন অনিল কাপুর। বাঘিরার ভয়েস ওভার দিয়েছেন অভিষেক বচ্চন। করিনা কাপুর গলা দিয়েছেন কা-এর ভূমিকায়। মোগলির নেকড়ে মা রক্ষার নাম এখানে বদলে নিশা করা হয়েছে। মাধুরী দীক্ষিত গলা দিয়েছেন নিশার ভূমিকায়। আর বিখ্যাত শের খানের চরিত্রে গলা দিয়েছেন জ্যাকি শ্রফ। ‘মোগলি’-র ইংরেজি ভার্সনে অভিনয় করেছেন রোহন। শোনা যাচ্ছে, হিন্দি ভার্সনেও তিনিই গলা দেবেন। প্রত্যেকেই টুইটারে জানিয়েছিলেন সেই খবর। নিজেদের চরিত্রের পোস্টারও আগেই প্রকাশ করেছিলেন তাঁরা। ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে দেখা যাবে ‘মোগলি: লেজেন্ড অফ দ্য জঙ্গল’।

Advertisement

[মুম্বই পৌঁছলেন নিক, হবু স্ত্রী-র সঙ্গে মাতলেন পার্টিতে]

‘মোগলি: লেজেন্ড অফ দ্য জঙ্গল’- এর স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বলিউড-হলিউডের একঝাঁক তারকা৷ ছিলেন রাধিকা আপ্তে৷ ফ্রিদা পিন্টো, গুল পানাগ, এলি আব্রাম, প্রীতি ঝাঙ্গিয়ানি-সহ আরও অনেকেই৷ ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য জঙ্গল বুক’। সেখানে প্রিয়াঙ্কা চোপড়াই একমাত্র ভারতীয় যিনি ইংরেজি ভার্সনে গলা দিয়েছিলেন। কা-এর চরিত্রে গলা দিয়েছিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement