Advertisement
Advertisement

Breaking News

Mouni Roy

পাসপোর্ট না নিয়েই বিমানবন্দরে, মৌনী রায়কে আটকাল CISF নিরাপত্তারক্ষীরা, তারপর?

ভুলের কী মাশুল গুণতে হল অভিনেত্রীকে, জানেন?

Mouni Roy forgets passport, CISF staff explains ‘no passport, no entry’ | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 12, 2023 2:43 pm
  • Updated:July 12, 2023 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রাকালে বাধা! এ যেন এক দুঃস্বপ্নের মতো। বুধবার সাতসকালে মুম্বই বিমানবন্দরে দিশেহারা হয়ে পড়লেন মৌনী রায়। পাসপোর্ট না নিয়েই রওনা হয়েছিলেন। যার মাশুলও গুনতে হল অভিনেত্রীকে। বিমানবন্দরে কর্তব্যরত CISF নিরাপত্তারক্ষীরা প্রবেশদ্বারেই আটকে দিল মৌনীকে। তারপর?

ভুল করেই বাড়িতে ফেলে এসেছিলেন পাসপোর্ট। যার জেরে বিমানবন্দরের প্রবেশদ্বারে বেশ খানিকক্ষণ সময় একলা অপেক্ষা করতে হল অভিনেত্রীকে। প্রবেশেদ্বারে কর্তব্যরত নিরাপত্তারক্ষী অভিনেত্রীর কাছ থেকে পাসপোর্ট দেখতে চাইলে ব্যাগে তন্য তন্য করে হাতড়েও খুঁজে পাননি। অভিনেত্রীকে সটান মুখের ওপর তিনি জানিয়ে দেন, “পাসপোর্ট না থাকলে বিমানবন্দরে ঢোকা যাবে না।” অগত্যা শুকনো মুখে সেখানেই দাঁড়িয়ে থাকতে হয় মৌনী রায়কে।

Advertisement

ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি বিমানবন্দরে উপস্থিত পাপ্পারাজিরা। ভিডিও ভাইরালও হয় দাবানল গতিতে। সেখানেই দেখা যায়, কো-অর্ড সেট পরনে মৌনী রায় হাসিমুখেই বিমানবন্দরে ঢুকছিলেন। আন্তর্জাতিক উড়ান ধরবেন। সম্ভবত দুবাই যাচ্ছিলেন মৌনী।
কিন্তু গেটেই তাঁকে আটকে দেওয়া হয়। কারণ পাসপোর্ট ছিল না তাঁর কাছে। তবে পাপ্পারাজিদের কাছে গোটা ঘটনাটা হাসিমুখেই বলেন।

[আরও পড়ুন: অগ্নিগর্ভ ফ্রান্সে ‘একা’ আটকে উর্বশী রাওতেলা! মেয়ের চিন্তায় ভারতে বসে আতঙ্কিত পরিবার]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “এই তো হয়ে গেল… পাসপোর্ট ভুলে গেছে।” মৌনীর মুখে এমন কথা শুনে এক পাপ্পারাজির বক্তব্য, আরে বাপ রে বাপ! এরপর পাসপোর্ট না আসা অবধি ‘নাগিন’ অভিনেত্রীকে প্রবেশদ্বারের বাইরেই অপেক্ষা করতে হয়।

[আরও পড়ুন: ‘ইংরেজি বলা গসিপ আন্টি, ফিল্ম মাফিয়া…’, সোনম কাপুরের সঙ্গে ‘চুলোচুলি’ কঙ্গনার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement