Advertisement
Advertisement

Breaking News

Mouchaak trailer

‘মৌচাক’ সিরিজের ট্রেলারে দুষ্টু-মিষ্টি ‘মৌ বউদি’ হয়ে নজর কাড়লেন মনামী

দেখেছেন ভিডিওটি?

Mouchaak trailer: Monami Ghosh starrer Web series to release at Hoichoi | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 8, 2021 8:22 pm
  • Updated:June 8, 2021 9:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েব দুনিয়ায় প্রেমের মিষ্টি স্বাদ নিয়ে আসছেন মনামী ঘোষ (Monami Ghosh)। একথা আগেই জানিয়েছিলেন। ২ জুন প্রকাশ্যে এসেছিল মনামীর প্রথম ওয়েব সিরিজ ‘মৌচাক’-এর (Mouchaak) ফার্স্টলুক পোস্টার। মঙ্গলবার প্রকাশ্যে এল অফিশিয়াল ট্রেলার।

Advertisement

হইচই (Hoichoi) প্ল্যাটফর্মে দেখা যাবে মনামীর প্রথম ওয়েব সিরিজটি। পোস্টার প্রকাশ্যের সময় মনামী জানিয়েছিলেন, ‘ধামাকা’ করেই ওয়েব দুনিয়ায় ডেবিউ করতে চেয়েছিলেন তিনি। ট্রেলারে তেমন আভাসই মিলল। লাস্যের পাশাপাশি কমেডির ছোঁয়াও রয়েছে সায়ন্তন ঘোষাল (Sayantan Ghosal) পরিচালিত সিরিজে। সিরিজে মনামীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। আর ‘মৌ বউদি’র প্রাণের ঠাকুরপোদের চরিত্রে নজর কেড়েছেন সৌরভ চট্টোপাধ্যায় (Sourav Chatterjee), উজান চট্টোপাধ্যায়, সুহার্ত্র মুখোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়রা।

[আরও পড়ুন: ‘যশে’র ত্রাণ দিতে গিয়ে মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে শ্রেয়া পাণ্ডে, নিলেন সন্তানদের দায়িত্ব]

সাহানা দত্তের লেখা গল্পই সিরিজের আসল নায়ক বলে জানিয়েছিলেন মনামী। তবে নায়িকা অবশ্যই তিনি। ট্রেলার দেখে যেটুকু আন্দাজ করা যাচ্ছে তাতে দেড় কোটির লটারির টিকিট নিয়ে যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। তাতেই একের পর এক খুন হতে থাকে। শেষ পর্যন্ত কী হবে? সে প্রশ্নের উত্তর জানা যাবে ১৮ জুন। সেদিন থেকেই হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি।

হইচই প্ল্যাটফর্মে এর আগে ‘উমা বউদি’ হয়ে ‘দুপুর ঠাকুরপো’দের ঘুম কেড়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তারপর ‘ঝুমা বউদি’ হয়ে উষ্ণতা ছড়ান মোনালিসা (Monalisa)। ফ্লোরা সাইনি (Flora Saini) হয়েছিলেন ‘ফুলওয়া বউদি’। সেই চরিত্রদের সঙ্গে ‘মৌ বউদি’র কোনও মিল নেই বলেই সংবাদ প্রতিদিনকে জানিয়েছিলেন মনামী। তাঁর মতে, অতিমারীর এই আবহে ‘মৌ বউদি’র কাণ্ডকারখানা দেখে প্রাণ খুলে হাসতে পারবেন দর্শকরা। ডার্ক কমেডি হিসেবেই সিরিজের এপিসোডগুলি তৈরি করা। যাতে দর্শক উপভোগ করতে পারেন। 

[আরও পড়ুন: অসুস্থ দিলীপ কুমারের হাসপাতালের ছবি দেখে মন খারাপ অনুরাগীদের, কবে বাড়ি ফিরবেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement