Advertisement
Advertisement
Sajid Khan

প্রয়াত ‘মাদার ইন্ডিয়া’র অভিনেতা সাজিদ খান

ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা।

'Mother India' actor Sajid Khan dies at 71 due to cancer| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 28, 2023 2:59 pm
  • Updated:December 28, 2023 2:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসার কেড়ে নিল প্রাণ। ৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেতা সাজিদ খান। ১৯৫৭ সালে পরিচালক মেহবুবের তৈরি কালজয়ী হিন্দি ছবি ‘মাদার ইন্ডিয়া’তে সুনীল দত্তর ছোটবেলার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন সাজিদ। ‘মায়া’, ‘দ্য প্রিন্স অ্যান্ড আই’, ‘হিট অ্য়ান্ড ডাস্ট’ এর মতো বেশ কিছু আন্তর্জাতিক ছবি অভিনয় করেছিলেন তিনি। তার পর অবশ্য বলিউডে তাঁকে খুব একটা দেখা যায়নি। পরিচালক মেহেবুবের শেষ ছবি ‘সন অফ ইন্ডিয়া’তে ছোট্ট চরিত্রেও দেখা গিয়েছিল সাজিদকে।

অভিনেতার পুত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২২ ডিসেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন সাজিদ। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেতা। শেষমেশ ক্যানসারের সঙ্গে লড়াই থামল তাঁর।

Advertisement

[আরও পড়ুন: নিঃশব্দেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ! প্রথমবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শর্মিলা ঠাকুর]

বলিউড কামব্যাক করার চেষ্টা করেছিলেন সাজিদ খান। তবে সুযোগ পাননি। কেরালাতেই সন্তান, স্ত্রীকে সুখে থাকতেন অভিনেতা। সমাজকর্মী হিসেবে কাজ করতেন কেরালাতেই। অভিনেতার ছেলে সমীর জানিয়েছেন, আলিপ্পিতেই তাঁকে সমাধিস্থ করা হয়েছে।

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র আয়ে ভাটা! তবুও তেইশের সিনেবাজারে ২৫০০ কোটির ব্যবসা শাহরুখের, কীভাবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement