সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারের পরিধি বাড়ল আরও। রবিবার নতুন করে তিনজন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। আর তাৎপর্যপূর্ণভাবে এই তিনজন ভিন্ন ভিন্ন ক্ষেত্রে স্বপ্রতিষ্ঠিত। তবে তাঁরা কে কোন দপ্তরের উপদেষ্টার দায়িত্ব পাচ্ছে, সে বিষয়ে এখনই সিদ্ধান্ত হয়নি বলে জানিয়ে মন্ত্রি পরিষদ সচিব শেখ আবদুর রশিদ। তিনি বলেন, প্রত্যেকের দায়িত্ব ঠিক করবেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মহম্মদ ইউনুস।
অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টা শপথ নেওয়ায় মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশে। শপথ নেওয়া নতুন উপদেষ্টারা হলেন, ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রবিবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন তাঁদের শপথ পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ।
উল্লেখ্য, নতুন করে শপথ নেওয়া উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মোস্তাফা সরওয়ার ফারুকী। তিনি দেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক। তাঁর তৈরি সিনেমা এপার বাংলাতেও যথেষ্ট সমাদৃত। ‘ডুব’ ছবিটি ফারুকীকে আরও জনপ্রিয় করে তুলেছে। এছাড়া একাধিক নাটকও পরিচালনা করেছেন তিনি। সংস্কৃতি জগৎ থেকে এবার ফারুকীর যাত্রা শুরু হল রাজনীতির পরিসরে। তাঁকে কি সংস্কৃতি বিভাগের উপদেষ্টা পদে আনা হবে? তা অবশ্য এখনও অজানা।
দ্বিতীয় জন ব্যবসায়ী শেখ বশির উদ্দিন দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আর তৃতীয় ব্যক্তি মাহফুজ আলম এতদিন প্রধান উপদেষ্টা ইউনুসের সহকারী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। সরকার পতনের পর লিয়াজোঁ কমিটির সমন্বয়ক করা হয়েছিল মাহফুজ আলমকে। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছিল।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গিয়েছিল, নতুন চার-পাঁচজন উপদেষ্টা শপথ নিতে পারেন। নতুন উপদেষ্টাদের শপথ নেওয়ার পাশাপাশি কয়েকজনের দপ্তর পরিবর্তন হতে পারে বলেও জানা যায়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন। ৮ আগস্ট ড. মহম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.