Advertisement
Advertisement
Monica O My Darling

প্রেমে পড়ে খুনের পরিকল্পনা! ‘মনিকা ও মাই ডার্লিং’ ছবির ট্রেলারে চমক দিলেন রাজকুমার, হুমা, রাধিকা

১১ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।

'Monica O My Darling' Trailer Featuring Rajkummar, Huma & Radhika | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 1, 2022 12:23 pm
  • Updated:November 1, 2022 12:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের ফাঁদে পড়ে একেবারে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা রাজকুমার রাওয়ের। অবস্থা এতটাই খারাপ যে, নিজেকে বাঁচাতে খুন করতে হবে। খুন ঘটেও গেল। ফেঁসেও গেলেন রাজকুমার (Rajkummar Rao)। গল্পে এন্ট্রি পুলিশ অফিসার রাধিকা আপ্টের। আর অন্যদিকে রাজকুমারের প্রেমিকা হুমা কুরেশি! এরকমই এক গল্প নিয়ে হাজির নতুন ছবি ‘মনিকা ও মাই ডার্লিং’ (Monica O my Darling)। সম্প্রতি প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার। মাত্র দু মিনিটের ট্রেলারেই বুঝিয়ে দিল এই ছবি চমক দিতে চলেছে। ছবির পরিচালক ভাসান বালা।

নেটফ্লিক্সের এই ছবির ট্রেলারের সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন আয়ুষ্মান খুরানার ‘অন্ধাধুন’ ছবির। অনেকেই মনে করছেন, ‘অন্ধাধুন’ ছবিতে যেভাবে গল্পে নানা টুইস্ট এসেছে, এই ছবিতেও তা দেখা যাবে।

Advertisement

ট্রেলারের শুরুতেই দেখা গিয়েছে, হুমা কুরেশি একজন ক্যাবেরে ডান্সার। রাজকুমারের সঙ্গে তাঁর সম্পর্ক। কিন্তু এই সম্পর্কের মাঝে এমন কিছু এক কাণ্ড ঘটেছে যা নিয়ে রাজকুমারকে ব্ল্যাকমেল করে চলেছে হুমা। তারপর হঠাৎই একটা খুন। ফেঁসে যান রাজকুমার। কী হবে এরপর? গোটা ট্রেলার জুড়ে সাসপেন্স। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ১১ নভেম্বর।

[আরও পড়ুন: কমেছে অনুরাগীদের সংখ্যা, প্রতি রবিবার ফ্যানদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে মন খোলা চিঠি অমিতাভ বচ্চনের]

রাজকুমার রাও মানেই ছবিতে একেবারে নতুন চরিত্র। এই ছবিতেও সেই ইঙ্গিত রয়েছে। অন্যদিকে, পুলিশের চরিত্রে রাধিকা আপ্টেও যে নজর কাড়বে তা ট্রেলার দেখেই বোঝা গিয়েছে। হুমা কুরেশিই এই ছবির মনিকা। হুমাকে কেন্দ্র করেই গল্প দানা বেঁধেছে। সব মিলিয়ে এই ছবি যে দর্শকদের কাছে চমক দেবে তার প্রমাণ ট্রেলারেই।

[আরও পড়ুন:‘মিস্টার মাম্মি’র গল্প চুরি! বলিউডের বিরুদ্ধে অভিযোগ টলিউড প্রযোজক আকাশ চট্টোপাধ্যায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement