Advertisement
Advertisement

Breaking News

Monami Ghosh-Subhasish Mukherjee

‘সুন্দরী’ মনামীর সঙ্গে শুভাশিসের প্রেম জমে ক্ষীর! বিয়েও পাকা?

টলিপাড়ায় নতুন জুটি।

Monami Ghosh to romance Subhasish Mukherjee in her new movie
Published by: Suparna Majumder
  • Posted:July 21, 2024 9:10 am
  • Updated:July 21, 2024 10:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় একের পর এক বিচ্ছেদের খবর। এদিকে মনামী ঘোষের (Monami Ghosh) জীবনে প্রেমের স্রোত। চমকের পালা এখানেই শেষ নয়। কারণ মনামীর এই প্রেমিকের নাম শুভাশিস মুখোপাধ্যায়। হ্যাঁ, টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা। তাঁর সঙ্গেই নাকি বিয়ে পাকা ৪০ বছরের অভিনেত্রীর।

Monami-Ghosh-Subhasish-Mukherjee-1

Advertisement

ব্যাপার কী? প্রশ্নের উত্তর রয়েছে মনামীর সাম্প্রতিক সোশাল মিডিয়া পোস্টে। আসলে মনামী ও শুভাশিসের এই প্রেম অফস্ক্রিন নয় অনস্ক্রিনে হচ্ছে। রাজু মজুমদার পরিচালিত ‘ফণীবাবু যুগ যুগ জিও’ সিনেমায় জুটি বাঁধছেন দুজন। চিত্রনাট্য-সহ ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “এমন মন কেড়ে নেওয়া, দারুণ আর পাঁজরে সুড়সুড়ি দেওয়া স্ক্রিপ্ট আমি আগে কখনও পড়িনি… আমার পরবর্তী..।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

[আরও পড়ুন: কানোয়ার যাত্রার নিদানের বিরোধিতায় সোনু সুদ, ‘হালাল’ প্রসঙ্গ তুলে পালটা তোপ কঙ্গনার]

কিন্তু শুভাশিসের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স? দুজনের বয়সের ফারাক তো প্রচুর। এ বিষয়ে মনামীর কোনও সমস্যা নেই। বরং তিনি চিত্রনাট্য নিয়ে বেশ আত্মবিশ্বাসী। সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, অসম বয়সের এই জুটিই বড়পর্দায় গল্প জমিয়ে দেবে। সূত্র মারফত যা জানা যাচ্ছে, চিত্রনাট্যের প্রয়োজনেই এমন জুটি। কারণ গল্প আবর্তিত হবে বৃদ্ধস্য তরুণী ভার্যাকে কেন্দ্র করে। আর তাতে নানা হাসি-মজার মুহূর্ত থাকবে।  স্ক্রিপ্টের উপরে লেখা ‘সুন্দরী’। মনে করা হচ্ছে, এটিই মনামীর চরিত্রের নাম।

mONAMI POST

আদিকা প্রোডাকশনসের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ফণীবাবু যুগ যুগ জিও’। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বও সামলেছেন রাজু মজুমদার। নিবেদনায় আদিত্য অশোক। আপাতত মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের জীবন অবলম্বনে এই সিনেমা তৈরি করেছেন সৃজিত। ছবিতে মৃণাল সেনের ভূমিকায় বাংলাদেশি তারকা চঞ্চল চৌধুরী। আর মনামী অভিনয় করেছেন মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

[আরও পড়ুন: টলিপাড়ায় এবার অর্জুন-সৃজার বিচ্ছেদের জল্পনা, কী বক্তব্য সব্যসাচীপুত্রর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement