Advertisement
Advertisement

Breaking News

Tapa Tini song

কলকাতা বিমানবন্দরে বিমানসেবিকাদের সঙ্গে ‘টাপা টিনি’ গানে নাচলেন মনামী! দেখুন ভিডিও

শিবপ্রসাদ ও নন্দিতার 'বেলাশুরু' ছবির এই গানে মুগ্ধ আট থেকে আশি।

Monami Ghosh Performed on Tapa Tini song at Kolkata Airport
Published by: Akash Misra
  • Posted:May 18, 2022 4:23 pm
  • Updated:May 19, 2022 12:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘বেলাশুরু’ (Belashuru) ছবির ‘টাপা টিনি’ (Tapa Tini Song) গান এখন তুমুল ভাইরাল। নেটিজেনরা এই গানে মেতে উঠে একের পর এক রিল তৈরিতে ব্যস্ত। বাদ পড়ছেন না টলি ইন্ডাস্ট্রির তারকারাও। আর এবার ‘টাপা টিনি’ গিয়ে পৌঁছল কলকাতা বিমানবন্দরে! হ্যাঁ, সম্প্রতি ঘটেছে এমনটাই।

কাণ্ডটা, একটু বিশদে বলা যাক। ব্যস্ত বিমানবন্দরে হঠাৎই বেজে উঠল ‘টাপা টিনি’ (Tapa Tini Song) গান। একে একে লাল পোশাক পরা স্পাইসজেটের বিমানসেবিকারা নেচে উঠলেন ‘টাপা টিনি’র তালে। তাঁরা যে গানকে আত্মস্থ করে ফেলেছে, তা বোঝা গেল নাচের কায়দাতেই। ঠিক যেভাবে ‘বেলাশুরু’তে এই গানে নেচেছেন ঋতুপর্ণা, মনামী (Monami Ghosh), অপরাজিতা ও ইন্দ্রাণী দত্তরা। ঠিক সেই কায়দাতেই একঝাঁক বিমানসেবিকা নেচে উঠলেন ‘টাপা টিনি’র সুরে। আর এদের সঙ্গে যোগ দিলেন অভিনেত্রী মনামী ঘোষও! বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা গোটা কাণ্ড দেখে তো অবাক। কেউ কেউ গোটা ঘটনা মোবাইল ক্যামেরায় বন্দিও করলেন।

Advertisement

[আরও পড়ুন: ঋতুপর্ণা অমৃতির মতো প্যাঁচালো! খরাজের মন্তব্যে তুমুল বিতর্ক, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?]

শুক্রবারই মুক্তি পেতে চলেছে ‘বেলাশুরু’। ছবির অভিনব প্রচার করার জন্য কলকাতা বিমানবন্দরে ফ্ল্যাশমবের ব্যবস্থা করেছিল উইন্ডোজ। আর এই প্রচারেই মনামী ঘোষের সঙ্গে ‘টাপা টিনি’তে অংশ নিলেন স্পাইসজেটের বিমানসেবিকারা। এই নাচের ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মনামী।

২০১৫ তে ‘বেলাশেষে’ আর ২০২২-এ ‘বেলাশুরু’ (Belashuru)। মাঝে কেটে গিয়েছে ৭ বছর। এই সাত বছরে অনেকটাই পালটে গিয়েছে বাংলা সিনেমার প্রকার। অতিমারীর আবহে দাপট বেড়েছে ওটিটি প্ল্যাটফর্মের। দীর্ঘদিন সিনেমা হল বন্ধ থাকায় একের পর এক বাংলা সিনেমার মুক্তি আটকে যায়। শুধু তাই নয়, এই সাত বছরে বাংলা সিনেমা হারিয়ে অজস্ত্র নক্ষত্রকে। আমরা হারিয়েছি সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) ও স্বাতীলেখা সেনগুপ্তকে (Swatilekha Sengupta)। যে জুটিই মাতিয়ে রেখেছিল শিবপ্রসাদ ও নন্দিতার ‘বেলাশেষে’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

‘বেলাশেষে’ এখনও সকলের মন ছুঁয়ে রয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তের বড়পর্দার সম্পর্ক, সংসার, প্রেম, বন্ধুতা, ভাঙনকে ভালবেসেছিলেন দর্শকরা। সৌমিত্র এবং স্বাতীলেখার দাম্পত্য কাহিনি ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি এই সিনেমা বাণিজ্যিক সাফল্য পেয়েছিল ভালই। ‘বেলাশেষে’ সিনেমায় দেখতে পাওয়া সকলেই মোটামুটি থাকবেন ‘বেলাশুরু’ সিনেমায়। এই সিনেমায় রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রাণী দত্ত, অপরাজিতা আঢ্য, শংকর চক্রবর্তী, মনামী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়। আসলে চরিত্রগুলোকে মানুষ এতটাই ভালোবেসে ফেলেছিলেন বলেই তাদের ফের দর্শকের সামনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা। ছবিটি মুক্তি পাবে ২০ মে।

[আরও পড়ুন: ছাড় পেত না প্রেমিকার বান্ধবীরাও, রঙিন জীবন ‘প্লেবয়’ সাগ্নিকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement