Advertisement
Advertisement

Breaking News

Monami Ghosh

আগুনে রূপ নিয়ে ওয়েব দুনিয়ায় পা মনামীর, আলাপ হয়েছে ‘মৌ বৌদি’র সঙ্গে?

'মৌ বৌদি'র জ্যাকপটের গল্প শোনালেন মনামী।

Monami Ghosh in Hoichoi original web series, see the teaser poster | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 2, 2021 9:43 pm
  • Updated:June 3, 2021 12:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগুনে রূপ নিয়ে হইচই (HoiChoi) প্ল্যাটফর্মে  আসছে ‘মৌ বৌদি’।  ‘মৌচাক’-এর মৌ হয়ে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াবেন মনামী ঘোষ (Monami Ghosh)।   এই প্রথমবার ওয়েব দুনিয়ায় পা রাখলেন অভিনেত্রী।  বুধবারই প্রকাশ্যে এল তাঁর প্রথম ওয়েব সিরিজের টিজার পোস্টার।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

Advertisement

[আরও পড়ুন: বিয়ের ৩ মাসের মধ্যেই উদ্ধার স্ত্রীর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার]

টিজারে মনামীর মুখ দেখা যাচ্ছে না। তবে চরিত্রের আভাস কিছুটা পাওয়া যাচ্ছে।  নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী।  সংবাদ প্রতিদিনকে ফোনে জানালেন সেকথা।  ওয়েব দুনিয়ায় ‘ধামাকা এন্ট্রি’ই চেয়েছিলেন নায়িকা। ঠিক মৌয়ের মতোই একটি চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন তিনি।  এমন এক চরিত্র যাঁর মধ্যে রূপের আগুন তো রয়েছেই, পাশাপাশি বুদ্ধির ধারও রয়েছে।  সাহানা দত্তের লেখা গল্পই সিরিজের আসল নায়ক বলে জানালেন মনামী। নায়িকা অবশ্যই তিনি। পোস্টারে মৌ চরিত্রে কোমরের একপাশে গোঁজা ‘বাম্পার জ্যাকপট’-এর লটারির টিকিট।  গল্পে সেই টিকিটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেই জানালেন মনামী। 

এর আগে ‘উমা বউদি’ হয়ে ‘দুপুর ঠাকুরপো’দের ঘুম কেড়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তারপর ‘ঝুমা বউদি’ হয়ে উষ্ণতা ছড়ান মোনালিসা (Monalisa)। ফ্লোরা সাইনি (Flora Saini) হয়েছিলেন ‘ফুলওয়া বউদি’। তাঁদের সঙ্গে কি ‘মৌ বৌদি’র কোনও মিল রয়েছে? প্রশ্নে উত্তরে মনামী বলেন, “একেবারেই না।  মৌ চরিত্রটি একেবারেই আলাদা।  যার প্রতিটি পরত দর্শক উপভোগ করবেন। ঘরবন্দি জীবনে হাসবেন, আনন্দ পাবেন। আমি নিজেও ডাবিংয়ের সময় হাসিতে লুটিয়ে পড়তাম।” দর্শকদের ক্ষেত্রেও তেমনটা হবে বলে বিশ্বাস অভিনেত্রীর। জুন মাসের শেষেই হইচই প্ল্যাটফর্মে দেখা যাবে সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘মৌচাক’ (Mouchaak )। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

[আরও পড়ুন: ‘ইন্ডিয়ান আইডল’ বিতর্কে মুখ খুললেন সোনু নিগম, কাকে কাঠগড়ায় তুললেন গায়ক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement