Advertisement
Advertisement

Breaking News

Bipasha Basu

পোশাক নিয়ে বিপাকে হবু মা বিপাশা বসু, মুশকিল আসান করলেন আলিয়া ভাট! ব্যাপারটা কী?

আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ বিপাশা।

Mom-to-be Bipasha Basu lauds Alia Bhatt for launching maternity wear brand amid pregnancy | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 6, 2022 6:15 pm
  • Updated:October 6, 2022 8:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড্ড মুশকিলে পড়েছিলেন হবু মা বিপাশা বসু। আর বিপাশার এই মুশকিল আসান করলেন বলিউডের আরেক হবু মা আলিয়া। আলিয়ার থেকে সাহায্য পেয়ে বিপাশা একেবারে আপ্লুত।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি আলিয়া (Alia Bhatt) শুধুমাত্র হবু মায়েদের জন্য পোশাকের একটি ব্র্যান্ড এনেছেন। কারণ, মাতৃত্বের সময় পোশাক পরাটা একটু কষ্টকর হয়। তাই এই বিশেষ সময়ের জন্য চাই ঢিলেঢালা পোশাক। নিজেও এই সমস্যার সম্মুখীন হয়েছেন আলিয়া। আর তা থেকেই আলিয়া ঠিক করলেন হবু মায়েদের জন্য বিশেষ পোশাক তৈরি করার।

Advertisement

আলিয়ার এহেন আইডিয়া বেশ পছন্দ হয়েছে বিপাশার। আর সেই কারণেই আলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আলিয়াকে তিনি লিখেছেন, ‘এটা ভীষণ ভাবে দরকার ছিল। আরামদায়ক জামাকাপড় খুঁজে পেতে খুব সমস্যা হচ্ছে। নিজের মাপ মতো পোশাকও পাচ্ছি না। আরামদায়ক পোশাকগুলির অপেক্ষায় রইলাম।’

[আরও পড়ুন: রাবণ না কি মুসলিম যোদ্ধা!, ‘অদিপুরুষ’ ছবির ঝলক দেখে আপত্তি রাম মন্দিরের প্রধান পুরোহিতের ]

মা হতে চলেছেন বিপাশা বসু। এ খবর মোটেই নতুন নয়। ইতিমধ্যে বিপাশার সাধের অনুষ্ঠানও দেখে ফেলেছে তাঁর অনুরাগীরা। কয়েকদিন আগে তো স্বামী করণ সিং গ্রোভারকে পাশে নিয়ে দ্বিতীয়বার বেবি শাওয়ারের অনুষ্ঠানও করেছেন অভিনেত্রী। তবে এত অনুষ্ঠানের মাঝেও বেশ চিন্তিত বিপাশা বসু (Bipasha Basu)। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা স্পষ্ট জানালেন, মা হওয়া এই জার্নিটা মোটেই সহজ ছিল না। এই সময়টা বেশ অন্যরকম। দিনরাত উথাল-পাথাল হয়ে যায়।

সাক্ষাৎকারে বিপাশা (Bipasha Basu) আরও বলেন, প্রেগন্যান্সির প্রথম কটা মাস আমার জন্য খুব শক্ত ছিল। লোকে মর্নিং সিকনেসের কথা বলে। আমার তো গোটা দিনটাই শরীরখারাপ লাগত। হয় আমি বিছানায় থাকতাম না হয় বাথরুমে। সামান্য খাবারও খেতে পারতাম না। ওজনও কমে গিয়েছিল। তবে আসতে আসতে সময় যত গেল এটা কমতে থাকল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bipasha Basu (@bipashabasu)

মা হতে চলেছেন বিপাশা বসু। এ খবর মোটেই নতুন নয়। ইতিমধ্যে বিপাশার সাধের অনুষ্ঠানও দেখে ফেলেছে তাঁর অনুরাগীরা। কয়েকদিন আগে তো স্বামী করণ সিং গ্রোভারকে পাশে নিয়ে দ্বিতীয়বার বেবি শাওয়ারের অনুষ্ঠানও করেছেন অভিনেত্রী। তবে এত অনুষ্ঠানের মাঝেও বেশ চিন্তিত বিপাশা বসু (Bipasha Basu)। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা স্পষ্ট জানালেন, মা হওয়া এই জার্নিটা মোটেই সহজ ছিল না। এই সময়টা বেশ অন্যরকম। দিনরাত উথাল-পাথাল হয়ে যায়।

সাক্ষাৎকারে বিপাশা (Bipasha Basu) আরও বলেন, প্রেগন্যান্সির প্রথম কটা মাস আমার জন্য খুব শক্ত ছিল। লোকে মর্নিং সিকনেসের কথা বলে। আমার তো গোটা দিনটাই শরীরখারাপ লাগত। হয় আমি বিছানায় থাকতাম না হয় বাথরুমে। সামান্য খাবারও খেতে পারতাম না। ওজনও কমে গিয়েছিল। তবে আসতে আসতে সময় যত গেল এটা কমতে থাকল।

মডেল হিসেবে মুম্বইয়ে কেরিয়ার শুরু করেছিলেন বিপাশা। শোনা যায়, সেই সময় ডিনো মোরিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। পরে সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী। সেই সময় জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। জনের সঙ্গে বিচ্ছেদের বেশ কিছুদিন পর করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি দু’জনের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে বিয়ে করেন করণ-বিপাশা। এবার প্রথমবার মা হতে চলার আনন্দে ভাসছেন অভিনেত্রী। উচ্ছ্বসিত করণও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

[আরও পড়ুন: দশেরাতেই হয়ে গেল আলিয়ার সাধের অনুষ্ঠান, নিজে হাতে বউমাকে রেঁধে খাওয়ালেন নীতু সিং]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement