Advertisement
Advertisement
মোদি: জার্নি অফ আ কমন ম্যান

ভোট মিটতেই ডিজিটাল প্ল্যাটফর্মে ফিরল মোদির ওয়েব সিরিজ

ওয়েব সিরিজের সঙ্গে রাজনীতির যোগ নেই দাবি পরিচালকের৷

'Modi: Journey Of A Common Man' returns after elections
Published by: Sayani Sen
  • Posted:May 22, 2019 5:37 pm
  • Updated:May 22, 2019 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী আবহে ভোটারদের প্রভাবিত করতেই নাকি ওয়েব দুনিয়ায় আত্মপ্রকাশ হয়েছিল মোদির৷ সেই অভিযোগে কমিশনের কোপে পড়েছিল ‘মোদি: জার্নি অফ আ কমন ম্যান’৷ ধূমকেতুর মতো আচমকাই সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল এই ওয়েব সিরিজের৷ ইতিমধ্যেই রাজনীতিকদের ভাগ্য ইভিএম বন্দি হয়ে গিয়েছে৷ রাত পোহালেই জানা যাবে কার ভাগ্যে শিকে ছিঁড়ল আর কে পরাজিত হলেন৷ ভোটগ্রহণ পরবর্তী এই পরিস্থিতিতে আবারও ফিরল ‘মোদি: জার্নি অফ আ কমন ম্যান’-এর সম্প্রচার৷

[আরও পড়ুন: ২৩ মে নির্বাচনের ফলাফল, এক মুহূর্তও মিস না করতে হলে আজ থেকে তৈরি হোন]

সপ্তদশ লোকসভা নির্বাচনের মাত্র কয়েকদিন আগে উমেশ শুক্লা পরিচালিত এই ওয়েব সিরিজের সম্প্রচার শুরু হয়৷ মোদির জীবনের চড়াই উতরাই নিয়েই তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ৷ এছাড়া ‘মোদি: জার্নি অফ আ কমন ম্যান’-এ রয়েছে তাঁর জীবনের নানা সাফল্যের কাহিনিও৷ ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যায় প্রথম পাঁচটি পর্ব৷ কিন্তু বিরোধীদের আপত্তিতে ওই ওয়েব সিরিজের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল৷ মঙ্গলবার থেকে আবারও OTT প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এই ওয়েব সিরিজটি৷ জানা গিয়েছে, আগামী ২৩ মে ওই ওয়েব সিরিজের ষষ্ঠ এবং সপ্তম পর্বও দেখা যাবে৷ হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় এবং গুজরাটি ভাষায় ওয়েব সিরিজটি দেখা যাবে৷ পরবর্তী পর্বগুলিও খুব তাড়াতাড়ি সম্প্রচারের বন্দোবস্ত করা হবে বলেই জানিয়েছে গোটা টিম৷ ওয়েব সিরিজের পরিচালক উমেশ শুক্লা আগে জানিয়েছেন ‘মোদি: জার্নি অফ আ কমন ম্যান’-এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই৷ এই যু্ক্তিতেই এককাট্টা উমেশ৷ তিনি আরও বলেন, ‘‘প্রায় বছরখানেকের পরিশ্রমে এই ওয়েব সিরিজটি আমরা তৈরি করেছি৷ তবে কিছু যান্ত্রিক ত্রুটিতে সম্প্রচারে সমস্যা হয়েছিল৷’’

Advertisement

[ আরও পড়ুন: ধাঁধা যখন সাত পাকে বাঁধা, ‘বিবাহ অভিযান’ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ]

নির্বাচনের আগে মোদির বায়োপিক, ওয়েব সিরিজ এবং নমো টিভি নিয়ে বিপাকে পড়েছিল গেরুয়া শিবির৷ ভোটারদের প্রভাবিত করার সম্ভাবনার অভিযোগ তুলে আপত্তি করেছিলেন বিরোধীরা৷ জটিলতার জেরে এখনও মুক্তি পায়নি মোদির বায়োপিক৷ এই ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ মে৷ আবার ভোট শেষ না হতে আচমকাই উধাও হয়ে গিয়েছে নমো টিভিও৷ তাই অনেকেই বলছেন, ছবি- ওয়েব সিরিজের পরিচালক-কলাকুশলী কিংবা বিজেপি নেতৃত্ব যে যাই বলুন না কেন একের পর এক ঘটনাতেই স্পষ্ট বিরোধীদের অভিযোগ খুব একটা অবাস্তব নয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement