Advertisement
Advertisement

Breaking News

Raj Chakraborty

রাজের নতুন ছবিতে মিঠুন! টলিপাড়ায় জোর গুঞ্জন

টলিউডের সবচেয়ে বিগ বাজেটের ছবি হতে চলেছে রাজের এই ছবিটি।

Mithun Chakraborty will act on Raj Chakraborty's new movie| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 19, 2023 12:13 pm
  • Updated:December 19, 2023 12:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় জোর গুঞ্জন। পরিচালক রাজ চক্রবর্তীর নতুন ছবিতে নাকি অভিনয় করতে চলেছেন মিঠুন চক্রবর্তী! তাও আবার নাকি অ্যাকশন ছবিতে! ব্যাপারটা টলিপাড়ায় রটে গেলেও, এ ব্যাপারে কিন্তু চুপ রয়েছেন পরিচালক রাজ।

টলিপাড়া সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই ছবির চিত্রনাট্য নাকি ইতিমধ্যেই লেখা শেষ। মিঠুনেরও নাকি চিত্রনাট্য পড়ে ভালো লেগেছে। তবে পুরো বিষয়টি রয়েছে এখনও প্রাথমিক অবস্থায়। শোনা যাচ্ছে, টলিউডের সবচেয়ে বিগ বাজেটের ছবি হতে চলেছে রাজের এই ছবিটি।

Advertisement

[আরও পড়ুন: ‘বাঙালিরা অ্যানিম্যাল নিয়ে হইহই করে কিন্তু জিতের মানুষ দেখে না!’, বিস্ফোরক ‘প্রধান’ দেব]

দেবের সঙ্গে জুটি বেঁধে মিঠুনের ‘প্রজাপতি’ সুপারহিট। বড়দিনে আসছে মিঠুনের ‘কাবুলিওয়ালা’। মিঠুনকে নিয়ে ‘কাবুলিওয়ালা’ ছবিটি তৈরি করছেন পরিচালক সুমন ঘোষ। ছবি ঘোষণার পর থেকেই, মিঠুনের কাবুলিওয়ালা রূপ নিয়ে চর্চা ছিল গোটা টলিপাড়ায়। স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। তার উপর বাঙালির কাছে ‘কাবুলিওয়ালা’ মানেই তপন সিনহার সাদা-কালো সিনেমা আর ছবি বিশ্বাসের স্মৃতি। সব মিলিয়ে বাঙালি যে অপেক্ষায় রয়েছে এই ছবির জন্য তা বলাই বাহুল্য।  শোনা যাচ্ছে, সোহমের প্রযোজনায় তৈরি ছবিতেও নাকি দেখা যাবে ‘মহাগুরু’কে।

[আরও পড়ুন: ‘২৫০ কোটি নিলে, আর কত?’, চড়াও ‘কবীর সিং’! কাকে দেখে মেজাজ সপ্তমে শাহিদ কাপুরের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement