সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করে বহুবছর পর টলিউডের বক্স অফিস কাঁপালেন মিঠুন চক্রবর্তী। আর এবার ওপার বাংলা কাঁপাতে একেবারে তৈরি সবার প্রিয় মহাগুরু। প্রায় ১৩ বছর পর বাংলাদেশের ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। ছবির নাম ‘হিরো’। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবুর গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে মুখ্য় ভূমিকায় থাকছেন মিঠুন।
সম্প্রতি কলকাতায় এসেছিলেন চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু। মিঠুনের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের কথাও বলে গিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আবদুল্লাহ লেখেন, ”আমার লেখক জীবনের দারুণ একটা উল্লেখযোগ্য দিন। বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব, চলচ্চিত্র নায়ক, মিঠুন চক্রবর্তী আমার লেখা ‘হিরো’ সিনেমার গল্প শুনে বললেন, ব্রিলিয়ান্ট, দারুণ! এই সিনেমা আমি করবো।”
১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল পরিচালক শক্তি সামন্তের ছবি অন্যায় ‘অন্যায় অবিচার’। এই ছবি থেকেই বাংলাদেশের সিনেমায় পা রাখেন মিঠুন। এরপর তাঁকে দেখা গিয়েছিল গোলাপি এখন বিলেতে ছবিতে। এবার পরিচালক কামারুজ্জামান রোমানের হিরো ছবির মধ্যে দিয়েই ঢলিউডে ফের ফিরছেন মিঠুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.