Advertisement
Advertisement

Breaking News

Mithun Chakraborty

‘শাস্ত্রী’র শুটিংয়ে ফিরলেন মিঠুন, প্রথম দিন কেমন কাটল ‘মহাগুরু’র?

ছবিটি প্রযোজনা করছেন সোহম চক্রবর্তী।

Mithun Chakraborty joins Shashtri Movie shooting| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 19, 2024 7:52 pm
  • Updated:February 19, 2024 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ ফেব্রুয়ারি আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর অসুস্থতার খবর শুনে গোটা দেশে হইচই পড়ে গিয়েছিল। চিকিৎসকরা জানিয়ে ছিলেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেতা। ১২ ফেব্রুয়ারি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন মিঠুন। বোনের বাড়িতেই বিশ্রামে ছিলেন তিনি। অবশেষে ফিরলেন শুটিং ফ্লোরে। সোমবার সারাদিন বানতলায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং করলেন ‘মহাগুরু’।

ইউনিট সূত্রের খবর, সোমবার সকাল ১০টা নাগাদ শুটিং ফ্লোরে উপস্থিত হন মিঠুন। এদিন অভিনেতা যেমন চেয়েছেন সেই ভাবেই শুটিং করেছেন। শুটের মাঝে বিশ্রামও নিয়েছেন। মিঠুনকে নিয়ে পুনরায় ছবির শুটিং শুরু করতে পেরে খুশি ‘শাস্ত্রী’র ছবির পরিচালক পথিকৃৎ বসু। সোমবার মিঠুনের সঙ্গে শুটিং ফ্লোরে ছিলেন অভিনেতা রজতাভ দত্ত।

Advertisement

[আরও পড়ুন: মুখের এমন অবস্থা! ‘প্লাস্টিক সার্জারি’র খোঁটাতেই চটলেন আয়েশা টাকিয়া, দিলেন কড়া জবাব ]

জানা গিয়েছে, দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘শাস্ত্রী’। ছবির চিত্রনাট্য লিখছেন অর্ণব ভৌমিক এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের পুজোতেই নতুন এই ছবির মুক্তি পাওয়ার কথা। ছবিটি প্রযোজনা করছেন সোহম চক্রবর্তী।

[আরও পড়ুন: রেজিস্ট্রির পর ধুমধাম করে রিসেপশন কাঞ্চন-শ্রীময়ীর, এলাহি আয়োজনের আভাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement