সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপর্দার ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুণ্ডুকে খুব শীঘ্রই দেখা যাবে টলিউডের পর্দায়। দেবের হাত ধরেই সিনেমায় পা রাখছেন অভিনেত্রী। এ খবর বেশ পুরনো। নতুন খবর হল, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের প্ল্যান ফাঁস করলেন সৌমিতৃষা।
ব্যক্তিগত জীবন নিয়ে কখনই খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সৌমিতৃষাকে। তবে এবার এক সাক্ষাৎকারে নিজের বিয়ের প্ল্যান ফাঁস করলেন ‘মিঠাই’।
সাক্ষাৎকারে সৌমিতৃষা জানালেন, ‘বিয়ের প্ল্য়ান সেভাবে কিছু করা হয়নি। এখনও সাত-আট বছর পর এসব নিয়ে ভাবব। তবে আমার ডাক্তার পাত্র পছন্দ। একবার মিঠাইয়ের ফ্লোরে অসুস্থ হয়েছিলাম। ভেবেছিলাম একটা হ্যান্ডসাম ডাক্তার আসবে। কিন্তু এসেছিল ডাক্তার কাকু।’
প্রসঙ্গত, ‘মিঠাই’ পর্ব শেষ করার পর বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে। এখন দেবের ‘প্রধান’ সিনেমার জন্য প্রস্তুতি শুরু করেছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। কিন্তু, ‘প্রধান’-এর আগে দেবের আরেকটি সিনেমার জন্য নির্বাচিত হয়েছিলেন ছোটপর্দায় জনপ্রিয় নায়িকা। কিন্তু পরে বাদ পড়ে যান।
ডিসেম্বরে মুক্তি পাবে ‘প্রধান’। দেবের পাশাপাশি পরিচালক অভিজিৎ সেনের সঙ্গেও কাজ করতে মুখিয়ে রয়েছেন অভিনেত্রী। এর আগে ‘মিঠাই’ ধারাবাহিকের জন্য তিনটি সিনেমার অফার ফিরিয়েছেন সৌমিতৃষা। তবে এবারে চুটিয়ে বড়পর্দায় কাজ করতে চান তিনি। অনেক কিছু শিখতে চান। সেগুলিকে পুঁজি করেই এগিয়ে যেতে চান নায়িকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.