Advertisement
Advertisement

Breaking News

Mirzapur season 2

চলতি মাসের মাঝামাঝিই মুক্তি পাচ্ছে ‘মির্জাপুর ২’, নতুন পোস্টার প্রকাশ করে জানাল আমাজন

‘মির্জাপুর’র জন্যই অক্ষয়ের ‘লক্ষ্মী বম্ব’-এর মুক্তি পিছিয়েছে!

Bangla News of OTT release: Mirzapur season 2 will be Amazon Prime Video’s solo release on 23 October | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 1, 2020 4:43 pm
  • Updated:October 1, 2020 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮-র ১৬ নভেম্বর আমাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পেয়েছিল ‘মির্জাপুর’ (Mirzapur)। ওয়েব দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল ক্রাইম থ্রিলার সিরিজটি। কালিন ভাইয়া, গুড্ডু, গলু, বাবলু, মুন্না ত্রিপাঠি, বীণা ত্রিপাঠিদের নাম এখনও দর্শকদের মুখে মুখে ফেরে। বহুদিন ধরেই সিরিজের নতুন মরশুমের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। সেই অপেক্ষার অবসান হতে চলেছে উৎসবের মরশুমে। ২৩ অক্টোবর মুক্তি পাবে ‘মির্জাপুর সিজন ২’ (Mirzapur season 2)। আর তাই-ই হতে চলেছে সেই শুক্রবারের একমাত্র ওয়েব রিলিজ। এমনটাই জানিয়ে দিল আমাজন প্রাইম ভিডিও। প্রকাশ করা হয়েছে সিরিজের নতুন পোস্টার।

Advertisement

[আরও পড়ুন: সুশান্তের রাঁধুনি নীরজকে রাজসাক্ষী করছে সিবিআই! সাক্ষী হতে পারেন সিদ্ধার্থ পিঠানিও]

‘মির্জাপুর’-এর প্রথম মরশুমে দর্শকদের মন জয় করেছিল পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী, বিক্রান্ত মেসি, রসিকা দুগ্গল, হর্ষিতা গউর, দিব্যেন্দু শর্মা এবং কুলভূষণ খারবান্দার অভিনয়। দ্বিতীর মরশুমের এই নতুন পোস্টারে দেখা যাচ্ছে গুড্ডু ওরফে আলি ফজল (Ali Fazal) এবং গলু ওরফে শ্বেতা ত্রিপাঠিকে (Shweta Tripathi)। নিউ নর্মালেই সিরিজের ডাবিং সেরেছেন তারকারা।

লকডাউন ঘোষণা পরই ওয়েবের কদর বেড়েছিল। একগুচ্ছ সিনেমা, সিরিজ রিলিজের ঢল পড়েছিল। এক উইকএন্ডে একাধিক সিনেমা বা সিরিজ মুক্তি পাওয়ার ঘটনাও ঘটেছে। তবে এবারে দর্শকদের সম্পূর্ণ ফোকাস চায় স্ট্রিমিং জায়েন্ট আমাজন। সেই কারণেই ‘মির্জাপুর’-এর দ্বিতীয় মরশুম সোলো রিলিজ হিসেবে রাখা হয়েছে। আর এই কারণেই অক্ষয় কুমারের (Akshay Kumar) ‘লক্ষ্মী বম্ব’-এর (Laxmmi Bomb) মুক্তি নাকি পিছিয়ে দেওয়া হয়েছে। ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টারের (Disney+Hotstar) পাশাপাশি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, UAE’র প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

[আরও পড়ুন: পুজোর রিলিজ জমাজমাট, দর্শকদের আবদারে বহু সিনেমা পুনরায় মুক্তি পাবে প্রেক্ষাগৃহে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement