Advertisement
Advertisement

Breaking News

Mirzapur 4

আসছে ‘মির্জাপুর ৪’, কী চমক থাকছে? ফাঁস করলেন পরিচালক

রিলিজ কবে?

Mirzapur 4: Co-director Gives Update About The Release Date
Published by: Akash Misra
  • Posted:July 24, 2024 6:19 pm
  • Updated:July 24, 2024 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মির্জাপুর ৩ সিরিজ নিয়ে দর্শকদের মধ্য়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এই সিরিজের প্রশংসা করেছেন। কারও কাছে তৃতীয় সিজনের তুলনায়, আগের সিজনগুলো অনেকটাই ভালো। তবে এবার নতুন খবর হল, মির্জাপুর টিম তৈরি সিজন ৪-এর জন্য। হ্য়াঁ, চলতি বছরের শেষের দিকেই আমাজনে আসতে পারে মির্জাপুর ৪! সম্প্রতি এক সংবাদমাধ্যমে ‘মির্জাপুর ৪’ নিয়ে তথ্য ফাঁস করলেন সিরিজের পরিচালক আনন্দ আইয়ার।

সংবাদমাধ্যমে আনন্দ জানিয়েছেন, ”হ্য়াঁ, আমরা একেবারে তৈরি নতুন সিজনের জন্য। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের শেষের দিকে আসতে পারে মির্জাপুর ৪।” পরিচালক আরও জানান, ”মির্জাপুর ৩ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। যাঁরা সমালোচনা করছেন, তাঁদের বলে রাখা ভালো, আসলে মির্জাপুর ৩ আসলে মির্জাপুর ৪-এর প্রস্তুতি। নতুন সিজন আরও অ্যাকশনে ভরপুর হতে চলেছে। আর বিশেষ করে নতুন সিজনে বেশি গুরুত্ব দেওয়া হবে মহিলা চরিত্রগুলোকে।”

Advertisement

[আরও পড়ুন: সুহানা-অগস্ত্যর সম্পর্কে সিলমোহর ‘মামু’ অভিষেকের! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল]

‘মির্জাপুর-৩’ সিরিজটিতে অভিনয় করেছেন আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, বিজয় ভার্মা, পঙ্কজ ত্রিপাঠি, রাসিকা দুগ্গল, আনজুম শর্মা, প্রিয়াংশু পেনিউলি, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং এবং হর্ষিতা গৌরকে।

মির্জাপুরের প্রথম দুটি সিজন ছিল সুপারহিট। পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু, রসিকা দুগ্গল এবং শ্বেতা ত্রিপাঠির অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। নতুন সিজনে কতটা মাত দিতে পারেন এরা সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: ভেজা শরীরে জাহিরের বুকে সোনাক্ষী, বিয়ের এক মাসে তুমুল প্রেম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement