Advertisement
Advertisement
Mir Afsar Ali

এবার ভোটে জিতবে কে? ‘ঘুষ’ নিয়ে বলেই দিলেন মীর

কেলেঙ্কারি কাণ্ড বাঁধালেন অভিনেতা-কমেডিয়ান। দেখুন ভিডিও।

Mir Afsar Ali shares hilarious video on Instagram | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 1, 2021 3:08 pm
  • Updated:March 17, 2021 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সাতে পাঁচে’ থাকার অভ্যাস তাঁর নেই। তবে ‘দামোদর শেঠে’র মতো অল্পেতে খুশি হওয়ার পাত্রও তিনি নন। তাই ভোটের আগে ইনস্টাগ্রামে কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়ে বসলেন মীর আফসার আলি (Mir Afsar Ali)। “এবার ভোটে জিতবে কে?” ‘ঘুষ’ নিয়ে সেকথা জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবারই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। কোন দলের হয়ে কে কোথায় দাঁড়াবেন? তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এমন পরিস্থিতিতেই ‘ফুডকা’র নতুন ভিডিও পোস্ট করেছেন মীর। সেখানে নিজে সেজেছেন রাজনৈতিক নেতা। তারপরই ঘোষণা করে দিয়েছেন, রোল, চাউমিনের সঙ্গতে এবার ভোটে ‘ফুডকা’ পার্টিই জিতবে। মজার ছলে ‘ঘুষ’ নিতে গিয়ে আবার স্টিং অপারেশনে ধরাও পড়ে গিয়েছেন। ভিডিওর ক্যাপশনে বাংলার ‘কমেডি কিং’ লিখেছেন, “ভোটের দিনক্ষণ তো ঘোষণা হয়ে গেল…এবার আমাদের মাঠে নামার পালা। এবার ভোটে সবার দাবি – জমিয়ে খাবি। জমিয়ে খাবি।”

Advertisement

[আরও পড়ুন: বিয়ে ভাঙার গুঞ্জনের মাঝেই ফের প্রেমে পড়লেন শ্রাবন্তী! ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে জল্পনা]

পোস্টের নিচে আবার বিধিবদ্ধ সতর্কীকরণও দিয়েছেন মীর। যেখানে জানিয়েছেন, ভিডিওটি নিছক মজার ছলেই করা। কোনও রাজনৈতিক দল বা তাঁদের বিশ্বাসকে আঘাত করার জন্য করা হয়নি। মীরের এই পোস্টে হেসেই খুন নেটদুনিয়ার নাগরিকরা। কেউ বিদ্রুপ করে লিখেছেন, “সামনে চৈত্র মাসের সেল।” কেউ আবার লিখেছেন, “শেষে মারটা ভালোই খাওয়া হল, এতেই পেট ভরে গেলো।”  মীর শুধু খাবার খেয়ে যাবেন আর তাঁদের একটুও দেবেন না! তা হতে পারে না। তাঁদেরও খাওয়াতে হবে। এমন দাবিও করেছেন অনেকে। তবে মীরের একটাই দাবি ” ভোট ফর ফুডকা।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mir Afsar Ali (@mirchimir13)

[আরও পড়ুন: ‘গান করার ক্ষমতা হারিয়েছেন’, শানকে তীব্র আক্রমণ নেটিজেনের, কড়া জবাব দিলেন গায়কও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement