Advertisement
Advertisement

Breaking News

Mother's Day 2024

মাতৃদিবসে মীরের শিক্ষা, মায়ের ভিডিও শুট করতে গিয়ে নাজেহাল ‘গপ্পো’ স্টার

মায়ের সঙ্গে তোলা ছবির কোলাজও শেয়ার করেছেন তারকা।

Mir Afsar Ali shared special video of Mother's Day 2024
Published by: Suparna Majumder
  • Posted:May 12, 2024 12:58 pm
  • Updated:May 12, 2024 12:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেডিও ছাড়ার পর ‘গপ্পো’র ঠেক শুরু করেছেন। তাতেও সাফল্য। প্রত্যেক ভূমিকায় সাবলীল মীর আফসার আলি (Mir Afsar Ali)। কথায় তাঁর সঙ্গে পেরে ওঠা মুশকিল। কিন্তু মায়ের কাছে যে সবাই জব্দ! ‘গপ্পো মীরের ঠেক’-এর মালিকও পার পেলেন না। মাতৃদিবসের (Mother’s Day 2024) ভিডিও শুট করতে গিয়ে বেশ নাজেহাল হতে হল তারকাকে। সেই অভিজ্ঞতা আবার শেয়ার করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

Mir-Mother-1
ছবি: ইনস্টাগ্রাম

মায়ের ভিডিও শুট করতে রান্নাঘরে পৌঁছে গিয়েছিলেন মীর। প্রস্তাব দিতেই পালটা জবাব। ‘আমি তো জানি তোমার কোনও ধান্দা না থাকলে…’, বলতে থাকেন তারকার মা। তাতেই প্রমাদ গোনেন মীর। ‘মাদার্স ডে’র কথা বলেও সে সময় লাভ হয়নি। কোনওভাবে মাকে রাজি করিয়ে ডাইনিং টেবিলে এনে বসান মীর। জানান উপহার দেবেন তাঁকে। ‘গপ্পো মীরের ঠেক’ থেকে দেওয়া হয় উপহার। “আপনি কি গপ্পো মীরের ঠেক শোনেন?” মজার ছলে মাকে প্রশ্ন করেন মীর। জবাব আসে, “মাঝে মাঝে শুনি।” মায়ের ‘সিরিয়াস’ কথা শুনে মীরের মাথায় পড়ে হাত। মাকে বলেন ‘পথের পাঁচালী’ শোনার কথা।

Advertisement

আরও পড়ুন: সুহানা, জুহি, অনন্যাদের সঙ্গে KKR জয়ের সাক্ষী ঋতুপর্ণা, কার কার সঙ্গে হলেন ফ্রেমবন্দি?]

ওদিকে তারকার মায়ের বক্তব্য, তিনি তো কথা বলতে পারেন না তাহলে কেন এই ‘জ্বালাতন’। মা ছেলের এই খুনসুঁটি আরও কিছুক্ষণ চলে। এর পরই মীর একা ক্যামেরার সামনে আসেন। তারকা বলেন, “মা ঠিক এরকমই। মা যখন বিরিয়ানি বানান তখন অনেকবার জোর করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছি। কিন্তু সেটা তাঁর পছন্দ নয়। তাই আমিও আজ জোর করতে পারলাম না। যেটুকু ফুটেজ দেখলেন তা রিল তৈরির চেষ্টা ছিল। কিন্তু সেটা হল না।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mir Afsar Ali (@mirafsarali)

এর পরই আবার মীর বলেন, “তাই আমি কিছু বলতে চাই আপনাদের। মায়ের সামনে এই কথাগুলো বলতে চাইছিলাম। আমার জীবনের প্রথম গপ্পো বলিয়ে যে মানুষটি তিনি আমার মা এবং গপ্পো মীরের ঠেকে আর যেটুকু উন্নতি হয়েছে তাতে মায়ের অনেক দোয়া শামিল।” তারকা জানান, এই কারণে মাকে ধন্যবাদ জানাতে চেয়েছিলেন কিন্তু তা হল না। তবে সমস্ত মায়েদের জন্য কবিতার কিছু লাইন শোনান মীর। শেয়ার করেন মায়ের সঙ্গে তোলা ছবির কোলাজ।

Mir-Mother-2
ছবি: ইনস্টাগ্রাম

[আরও পড়ুন: চতুর্থ দফা ভোটের আগে আইনি বিপাকে ‘পুষ্পা’! কী এমন করলেন আল্লু অর্জুন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement