Advertisement
Advertisement

Breaking News

Mir Afsar Ali

এক নিঃশ্বাসে বিয়ারের বোতল শেষ করলেন Mir Afsar Ali, কীসের এত তাড়া?

ঘড়ি ধরে বিয়ার খাওয়া কাকে বলে, দেখুন একবার!

Mir Afsar Ali posted funny video on Instagram | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 15, 2021 4:49 pm
  • Updated:August 15, 2021 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রঙ্গ-ব্যঙ্গে তাঁর জুড়ি মেলা ভার। কখন যে কী করে বসেন, তা আগে থেকে অনুধাবন করা অতি বড় বোদ্ধার পক্ষেও সম্ভব নয়। এবার প্রায় এক নিঃশ্বাসে বিয়ারের বোতল শেষ করে ফেললেন মীর (Mir Afsar Ali)। তাও আবার ঘড়ি দেখতে দেখতে।

সোশ্যাল মিডিয়ায় নানা কাণ্ড ঘটিয়েই থাকেন মীর। কখনও জাদুসম্রাট পি সি সরকার হয়ে যান, কখনও আবার অভিনেত্রী পায়েল সরকারের (Paayel Sarkar) সঙ্গে প্রতিযোগিতায় নামেন। নারী বেশে আবিরের পাশে পোজ দিয়ে জানতে চান, “পায়েল সরকার না মীর, কাকে বেশি হট লাগছে বলুন তো?” এবার ছোট্ট একটি ভিডিও আপলোড করেছেন টলিপাড়ার তারকা। যেখানে হাতের ঘড়ি দেখতে দেখতে ক্রমাগত বিয়ারে চুমুক দিতে দেখা যাচ্ছে তাঁকে।
প্রায় এক নিঃশ্বাসেই গোটা বিয়ারের বোতল শেষ করে দেন মীর। কীসের এত তাড়া? সেই প্রশ্নের উত্তরে জানিয়েছেন, রাত আটটায় যখন রেস্তরাঁ বন্ধ হয়ে যায় আর হাতে থাকা পানীয়র বোতল শেষ করার তাড়া থাকে, তখন এই অবস্থাই হয়। গত রাতেই তাঁর সঙ্গে এই ঘটনা ঘটেছে বলে জানান মীর।

Advertisement

[আরও পড়ুন: Independence Day: ‘আমরা কি এই স্বাধীনতার যোগ্য?’ প্রশ্ন তুললেন Sreelekha Mitra]

মজার এই পোস্টের পাশাপাশিই আরও একটি ভিডিও শেয়ার করেছেন মীর। যেখানে তিনি ‘ফুডকা’র (Foodka) নতুন সিরিজ নিয়ে আসছেন। যার নাম ‘এক্সপ্লোর হিলসা উইথ এক্স সিক্সটি’ (Xplore Hilsa With X60)। নতুন এই সিরিজে বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ সম্পর্কে নানা তথ্য জানা যাবে। থাকবে দেদার আড্ডা ও খাওয়া-দাওয়া।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mir Afsar Ali (@mirchimir13)

[আরও পড়ুন: ‘Bachpan ka pyar’ গান গেয়ে ফের ভাইরাল রানাঘাটের ‘লতা মঙ্গেশকর’ Ranu Mondal]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement