Advertisement
Advertisement
Mir Afsar Ali

বিশ্বকবির জন্মজয়ন্তীতে রবি ঠাকুর সেজে কটাক্ষের শিকার মীর

অভিনব কায়দায় রবীন্দ্রনাথকে স্মরণ মীরের।

Mir Afsar Ali facebook post about Rabindranath Tagore goes Viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 9, 2022 4:00 pm
  • Updated:May 9, 2022 6:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনে কি কোনওদিন কেক কেটেছেন রবি ঠাকুর? কেউ কি দেখেছেন তেমন ছবি? বিশ্বভারতীর কাছেও কি রয়েছে রবি ঠাকুরের কেক কাটার ছবি! না নেই। অন্তত, এমনটাই দাবি করেছেন জনপ্রিয় রেডিও সঞ্চালক ও অভিনেতা মীর (Mir Afsar Ali)। তবে তাঁর কাছে রয়েছে রবি ঠাকুরের কেক কাটার ছবি! ২৫ শে বৈশাখে ফেসবুকে এমনটাই লিখলেন মীর। তবে শুধু লিখলেন না, মুখে রবি ঠাকুরের মতো লম্বা পাকা দাড়ি লাগিয়ে বিশ্বকবির সাজে তাক লাগালেন মীর। সঙ্গে ক্যাপশনে লিখলেন কবিতা। আর এভাবেই রবীন্দ্রজয়ন্তী পালন করলেন মীর আফসার আলি।

Advertisement

তা কী লিখলেন মীর?

মীর ফেসবুকে একটি ছবি শেয়ার করলেন। যেখানে রবি ঠাকুরের বেশে দেখা গেল তাঁকে। সঙ্গে ছবির ক্যাপশনে মীর লিখলেন, ‘আজি এ দিবসে রবির চড়
কেমনে বসিল গালের ‘পর’
জন্মদিনের কেক কাটিবেন মহানবিশ্বকবি
বিশ্বভারতীরও কাছে নাই রবির এমন ছবি…’

[আরও পড়ুন: বাগদান সারলেন সোনাক্ষী সিনহা? শত্রুঘ্নকন্যার ছবি ঘিরে শোরগোল বলিউডে]

প্রত্য়েক উৎসবেই নতুন নতুন কায়দায় সোশ্য়াল মিডিয়ায় শুভেচ্ছা জানান মীর। আর মীরের এই পোস্ট অনুরাগীদের কাছে দারুণ জনপ্রিয়। এই যেমন, সম্প্রতি ইদের উৎসবে খুব জোরে গান চালানোর কারণে মজার ছলে প্রতিবাদ করেছিলেন মীর। যে কোনও উৎসবে শুভেচ্ছা জানালেই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েন মীর। এবার ইদেও তার ব্যতিক্রম হয়নি। তবে মীর এসব কানে তোলেন না। বরং দূর্গামূর্তির সামনে দাঁড়িয়ে ইদের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির কথা বললেন তিনি। তবে এবার আর এসব নয়। বরং নিজের কায়দায় রবি ঠাকুরকে স্মরণ করলেন মীর। 

তবে এবারও মীর নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়লেন। মীরের ছবির নীচে কমেন্ট বক্সে নেটিজেনরা লিখলেন, ‘নেক্সট নজরুল জয়ন্তীতে আপনার থেকে এরকম একটি বিরল ছবি পাবো… আশা রাখি।’ কেউ আবার লিখলেন, ‘এটাই তো এনাদের ভিতরের এবং বাইরের চিন্তাচেতনা।’

[আরও পড়ুন: ১০০ দিনের যুদ্ধে জয়, হাসপাতাল থেকে মেয়েকে বাড়ি আনলেন প্রিয়াঙ্কা, প্রকাশ্যে ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement