সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদের পিঠে বিক্রম নামতেই, ধরাধামে একা বেচারি বেতাল। আহা! সেই শোকেই এ কী কীর্তি ঘটালেন মীর আফসার আলি? মীরের ঠেকে আসছে ‘বিক্রম-বেতাল’-এর গা ছমছমে গপ্পো। আর তার প্রাক্কালেই অভিনব প্রচার মীর আফসার আলির।
পরনে সাদা উইগ। চোখেমুখে অদ্ভূত অভিব্যাক্তি। সাদা চাদর গায়ে মুড়ে দুঃখপ্রকাশ মীরের। বেতাল অবতারে তাঁর আক্ষেপ, বিক্রম তো চাঁদে চলে গেল। বেতাল পড়ে রইল ঠেকে। আর মীরের এমন কাণ্ড দেখেই হেসে খুন নেটপাড়া।
অভিনেতা, সঞ্চালক যদিও রসিক এই পোস্টে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন-এর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে ভোলেননি। পাশাপাশি ‘গপ্পো মীরের ঠেকে’ যে বেতাল আসছে, সেই খবরও দিলেন মীর আফসার আলি। তাঁর এমন মজার পোস্টে মজেছে নেটপাড়া। কেউ তাঁর এমন রসিক মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ তো কেউ বা আবার মীরের বেতাল লুক দেখেই হেসে গড়াচ্ছেন।
প্রসঙ্গত, কথায় বলে, মঙ্গলে ঊষা, বুধে পা…। আর বুধেই চন্দ্রে পা রাখল ভারতের ‘বিক্রম’। ১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন আজ। কারণ বিশ্বে প্রথমবার চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরু জয় করতে পারল কোনও দেশ। রাশিয়া যেখানে পরাস্ত, সেখানে করে দেখাল ভারত। অবতরণের শেষ ২০ মিনিট ইসরোর মহাকাশবিজ্ঞানীদের মতো গোটা দেশ প্রহর গুণছিল। তবে সমস্তটাই পরিকল্পনা মাফিক হওয়ায় চাঁদে সফটল্যান্ডিং করল ল্যান্ডার বিক্রম। এবার ল্যান্ডারের পেট থেকে অজানা দেশের খবর সংগ্রহে বেরিয়ে পড়বে রোভার প্রজ্ঞান। আর ইসরো বিজ্ঞানীদের এন গগনচুম্বী সাফল্যেই উচ্ছ্বসিত বিনোদুনিয়ার তারকারা। সেই আবহে গা ভাসালেন মীর আফসার আলিও। মীরের পাশাপাশি টলিপাড়ার অনেকেই ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.